প্রথম দিনে ৬ টি মনোয়নপত্র বিক্রি
বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) আসন্ন নির্বাচনকে সামনে রেখে ক্রীড়াঙ্গনে তেমন উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে না। এর মুল কারণ হচ্ছে-ঐক্যমতের প্যানেল হওয়ায় নির্বাচনে ভোটযুদ্ধের আভাস নেই। তবে এই প্যানেল নিয়ে বর্তমানে চলছে চুলচেড়া বিশ্লেষণ। বাহফের নির্বাচন উপলক্ষে বুধবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিন। বৃহস্পতিবারও বিক্রি হবে মনোনয়নপত্র। প্রথম দিনে ৬টি মনোনয়নপত্র কিনেছেন প্রার্থীরা। বাহফে সুত্রে জানা গেছে, বাকিরা বৃহস্পতিবার কিনবেন। এ...