১৯ বছর বয়সেই ব্রিটিশ বক্সিংয়ে সাড়া জাগানো হামজার স্বপ্ন এখন বিশ্বজয়ের
সাফল্যের অদম্য বাসনা,পরিশ্রম আর একাগ্রতা- প্রকৃতি প্রদত্ত মেধার সঙ্গে কেউ যদি এসব গুণাবলির সংমিশ্রণ ঘটাতে পারলে সফলতা ঠেকায় কে!তরুণ ব্রিটিশ বক্সার হামজা উদ্দীনের দেশসেরা হওয়ার গল্পটাও অনেকটা এমন।
শৈশব থেকেই বিশ্বসেরা বক্সার হওয়ার তীব্র বাসনা লালন করতেন মনে।অভিষ্ট লক্ষ্যে পৌছানোর জন্য নিজেকে প্রস্তুত করতে পরিশ্রম করে গেছেন শুরু থেকে।ক্সিংয়ে দুনিয়ায় রাজত্ব করতেই যে এসেছেন সেটি ইতিমধ্যেই প্রমাণ করেছেন ইংল্যান্ডের ছোট্ট শহর...