জয় দিয়েই জুনিয়র এশিয়া কাপের শুরু চায় বাংলাদেশ
স্বাগতিক ওমানের বিপক্ষে জয় দিয়েই মেন্স হকি জুনিয়র এশিয়া কাপ (অনূর্ধ্ব-২১) টুর্নামেন্টের শুরু চায় বাংলাদেশ যুব দল। ওমানের সালালাহ শহরে এই টুর্নামেন্টের দশম আসরের পর্দা উঠছে মঙ্গলবার। খেলা চলবে ১ জুন পর্যন্ত। উদ্বোধনী দিনেই ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক দলের মুখোমুখি হচ্ছে লাল-সবুজরা। সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। এর আগে বাংলাদেশ সময় রাত পৌনে...