রনির ঝড়ো ইনিংসের পর তাসকিনের দারুণ বোলিংয়ে জিতল টাইগাররা
ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও দারুণ সূচনা করল বাংলাদেশ। বৃষ্টির কারণে আইরিশদের যে লক্ষ্য দাঁড়ায় তাতে ওভারপ্রতি ১৩ করে প্রয়োজন ছিল পল স্টার্লিংদের। এমন কঠিন লক্ষ্যেও শুরুটা দারুণ করেছিল আইরিশরা। ওপেনারদের ঝোড়ো শুরুতে দুই ওভারে ৩২ রান আসে সফরকারীদের।
তবে এরপরই রানের লাগাম টেনে ধরেন বাংলাদেশি বোলাররা। আসে দ্রুত কিছু উইকেটও। তাতে শেষ পর্যন্ত আর প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি আয়ারল্যান্ড। জয় দিয়েই টি-টোয়েন্টি...