মালউইর কাছে হার এড়াল বাংলাদেশ
সউদী আরবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গতপরশু রাতে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ স্টেডিয়ামের রিজার্ভ মাঠে ক্লোজ ডোর প্রীতি ম্যাচে আফ্রিকার দেশ মালাউইর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছেন জামাল ভূঁইয়ারা। তবে এ ম্যাচে সমানে সমান লড়াই করেছে বাংলাদেশ। ম্যাচের ৭৫ মিনিটে চিউকেপো সোয়োয়ার গোলে এগিয়ে যায় মালাউই (১-০)। পিছিয়ে পড়ে হারের শঙ্কায় পড়লেও...