পিছিয়ে পড়েও দুই ব্রাজিলিয়ানে জয়ের ধারায় ফিরল রিয়াল
নিজেদের শেষ দুই ম্যাচে আটলেটিকো মাদ্রিদ ও রিয়াল বেটিসের বিপক্ষে পয়েন্ট হারানোর রিয়াল মাদ্রিদ আজও ফের হোঁচট খেতে বসেছিল এস্পানিওলের বিপক্ষে। ঘরের মাঠে শুরুতেই গোল হজম করে চাপে পড়ে যায় কার্লো আনচেলেত্তির শিষ্যরা।
তবে দলের দুই ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র ও এদার মিলিতাওয়ের করা দারুণ দুটি গোলে বিরতির আগেই এগিয়ে যায় রিয়াল। শেষ মুহূর্তে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন...