স্টারলিংকের সঙ্গে কাজ শুরু করেছে বাংলাদেশি কোম্পানিগুলো
০৯ মার্চ ২০২৫, ০৯:৫৪ এএম | আপডেট: ০৯ মার্চ ২০২৫, ০৯:৫৬ এএম

ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি কোম্পানি। আর দেশীয় এই কোম্পানিগুলো বাংলাদেশে স্টারলিংকের গ্রাউন্ড আর্থ স্টেশন এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন টেলিযোগাযোগ সেবা প্রদানকারী একটি দল বর্তমানে বাংলাদেশ সফর করছে। এই সফরের অংশ হিসেবে কোম্পানিগুলো স্টারলিংকের সাথে সহযোগিতার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এই সহযোগিতার মধ্যে রয়েছে স্থান বরাদ্দ, নির্মাণ সহায়তা এবং চলমান অবকাঠামো রক্ষণাবেক্ষণ।
স্টারলিংক দলের এই সফর বাংলাদেশি কোম্পানিগুলোকে তাদের আগ্রহের কয়েকটি স্থান জানতে সাহায্য করছে। কিছু স্থানে কোম্পানিগুলো তাদের নিজস্ব সম্পত্তি ব্যবহার করে সহায়তা প্রদান করছে। আবার কিছু স্থানে স্টারলিংক হাইটেক পার্কের সম্পত্তি বিবেচনা করছে।
এ ব্যাপারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ আহমেদ তৈয়ব বলেন, ‘স্থান বরাদ্দ এবং বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা চলছে।’
তৈয়ব আশা প্রকাশ করেছেন যে, স্টারলিংক লোডশেডিং বা প্রাকৃতিক দুর্যোগের ঝামেলা ছাড়াই বাংলাদেশের শহর এবং প্রত্যন্ত অঞ্চল, উত্তরাঞ্চল এবং উপকূলীয় অঞ্চলে নির্ভরযোগ্য এবং উচ্চ-গতির ইন্টারনেট নিশ্চিত করবে।
তিনি বলেন, ‘এটি নিরবচ্ছিন্ন এবং উচ্চ-মানের পরিসেবা নিশ্চিত করবে। যেহেতু বাংলাদেশে টেলিকম-গ্রেড ফাইবার নেটওয়ার্কের কভারেজ সীমিত এবং প্রত্যন্ত অঞ্চলে এখনও লোডশেডিংয়ের সমস্যা রয়েছে। তাই স্টারলিংক আমাদের উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, এনজিও এবং এসএমই ব্যবসায়ীদের দৈনন্দিন কার্যক্রম এবং ডিজিটাল অর্থনৈতিক উদ্যোগকে ত্বরান্বিত করবে।’
তিনি আরও বলেন, ‘আমরা আগামী ৯০ দিনের মধ্যে স্টারলিংকের সাথে একটি যুক্তিসঙ্গত মডেল বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাব।’
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ১৯ ফেব্রুয়ারি লেখা এক চিঠিতে শীর্ষ মার্কিন ব্যবসায়ী এবং স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের এবং দেশে স্টারলিংক স্যাটেলাইট পরিসেবা চালু করার জন্য আমন্ত্রণ জানান।
তিনি চিঠিতে মাস্ককে জানান, বাংলাদেশ সফর মাস্ককে তরুণ বাংলাদেশি নারী ও পুরুষদের সাথে দেখা করার সুযোগ দেবে, যারা এই অগ্রণী প্রযুক্তির প্রধান সুবিধাভোগীদের মধ্যে থাকবে।
প্রধান উপদেষ্টা তার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে স্পেসএক্স দলের সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় করার জন্য বলেন, যাতে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক চালু করার জন্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা যায়।
গত ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা টেলিফোনে মাস্কের সাথে ভবিষ্যতের সহযোগিতা অন্বেষণ এবং বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিসেবা চালু করার জন্য আরও অগ্রগতি সাধনের জন্য একটি বিস্তৃত আলোচনা করেন।
বিভাগ : স্পটলাইট
মন্তব্য করুন
আরও পড়ুন

পেশাদারিত্ব, মেধা ও সততা দিয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে : ভূমি উপদেষ্টা

ঢাকা বিভাগের জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণ শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করায় বিভাগীয় কমিশনারকে অভিনন্দন

নেশাগ্রস্ত পথ শিশুদের সংশোধনাগারে প্রেরণে সহযোগিতা করায় সম্মাণনা স্মারক পেলেন নয়া দিগন্তের সাংবাদিক শাহানুর ইসলাম

খুলনা নিউজপ্রিন্ট মিল হবে ওষুধের কাঁচামাল তৈরির কারখানা

বাধাহীনভাবে কুয়েটে প্রবেশ করলো শিক্ষার্থীরা

ইয়েমেনের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিমান হামলা যুক্তরাষ্ট্রের

কালিগঞ্জ উপকূলে প্রচণ্ড তাপপ্রবাহে খাওয়ার পানির জন্য হাহাকার

২৯ এপ্রিল থেকে হজ ভিসা ছাড়া মক্কায় প্রবেশ নিষেধ

কুলাউড়ায় ট্রেন থেকে ১১টি বগি বিচ্ছিন্ন, ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

শ্রীপুরে প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে পোশাক শ্রমিকের আত্মহত্যা

জাটকা সংরক্ষণ সপ্তাহ ও আহরন নিষেধাজ্ঞার মধ্যেই পহেলা বৈশাখের বর্ষ বরণের পান্তা ইলিশের ধাক্কায় বরিশালে বিধি ভঙ্গের প্রতিযোগীতা

মোরেলগঞ্জে সার্ভার জটিলতায় আবেদন করতে পারছে না বয়স্ক-বিধবা ভাতা প্রত্যাশীরা

৩৩ শতাংশ বাড়ল শিল্প গ্যাসের দাম

বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল প্রটোকলের খসড়া চূড়ান্ত

ইসরায়েলে নয়, বাটার জন্ম চেক প্রজাতন্ত্রে, সেই তথ্য ক্রেতাদের জানাতে সিলেটে বাটার ফেস্টুন

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন ঘনিষ্ট সিলেট আ'লীগ নেতা এডভোকেট কয়েছ গ্রেফতার

মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্ট

ক্রিমিয়ায় তুরস্কের দৃঢ় সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তাতার নেতা কিরিমোগলুর

কুরআন-সুন্নাহর আদর্শ সমাজ-রাষ্ট্রে প্রতিফলন ঘটাতে হবে: সাইফুল আলম খান মিলন

গাজীপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে: জামায়াত আমীর