সরকার থেকে ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করা উচিত: ভিপি নুর
০৮ এপ্রিল ২০২৫, ০৯:১৩ এএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২৫, ০৯:১৬ এএম

দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নিরপেক্ষতা ও আস্থার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডাকসুর সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি মনে করেন, সরকারের নিরপেক্ষতা প্রমাণ করতে হলে ছাত্র প্রতিনিধিদের উচিত হবে সরকারের দায়িত্ব থেকে পদত্যাগ করা। জনগণের আস্থার জায়গা আরও মজবুত করতে এই পদক্ষেপ জরুরি বলে মন্তব্য করেন তিনি।
গত ৭ এপ্রিল রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা ফেরার পথে নরসিংদী ক্লাব মিলনায়তনে স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন ভিপি নুর। তিনি বলেন, ছাত্র প্রতিনিধিদের একজন ইতোমধ্যেই সরকার থেকে বের হয়ে আলাদা রাজনৈতিক দল গঠন করেছেন, কিন্তু বাকি দুজন এখনো সরকারি সুবিধা ভোগ করছেন। অথচ একইসঙ্গে তারা রাজনীতিও করছেন, যা সাধারণ মানুষের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ। এর ফলে সরকার সম্পর্কে মানুষের মনে নিরপেক্ষতা ও বিশ্বাসের ঘাটতি তৈরি হচ্ছে।
নুর আরও বলেন, সরকার যদি রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করতে না পারে, তাহলে তা সরকারের টিকে থাকা এবং কার্যকরভাবে দেশ চালানোর পক্ষে হুমকিস্বরূপ হয়ে দাঁড়াবে। ইতোমধ্যে কিছুটা আস্থার সংকট তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এই অবস্থা থেকে উত্তরণে সরকারের উচিত দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া।
ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পতন এবং নতুন রাজনৈতিক বাস্তবতা নিয়েও মন্তব্য করেন নুরুল হক নুর। তিনি বলেন, গত ১৬ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন চালিয়ে গেলেও ছাত্র-জনতার সক্রিয় ভূমিকা ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন আসত না। ৫ আগস্টের আগে ছাত্রদের স্পষ্ট অবস্থান ও জনসম্পৃক্ত ঘোষণার মাধ্যমে জনগণের আশাবাদ তৈরির একটি ভিত্তি তৈরি হয়, যা বাংলাদেশে নতুন রাজনীতির সম্ভাবনা উন্মোচন করেছে।
ভবিষ্যৎ রাজনীতিতে তরুণ নেতৃত্বের উত্থানের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, গণঅধিকার পরিষদ আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে চায়। মানুষ এখন বিকল্প নেতৃত্ব চায়, নতুন ধারার রাজনীতির দিকে যেতে চায়। এই পরিবর্তনের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক ও সুবিচারভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জে বর্ষার শুরুতেই কোলা ব্যাঙের দেখা

অবৈধ অভিবাসী সহায়তায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে

চীনের হুঁশিয়ারি: “আমাদের স্বার্থে আঘাত এলে প্রতিক্রিয়া আসবেই”

মিরাজের রেকর্ড ভাঙলেন মুমিনুল

ঢাকার বাতাস আজ কিছুটা সহনীয়, শীর্ষ দূষিত শহর দিল্লি

গেমারদের জন্য বাংলাদেশে পাবজি আনছে নিজস্ব সার্ভার

রিয়ালকে স্বস্তি এনে দিলেন ভালভের্দে

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যায় গ্রেপ্তার ৩ জন

দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম

এএসসিএপি অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ

আনোয়ারায় মধ্যরাতে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

নিজেকে দেবী দাবি উর্বশীর! ক্ষোভে ফুঁসেছেন ব্রহ্ম পুরোহিত

শার্শায় বিএনপির দুই নেতার সব পদ স্থগিত

আজ বিশ্ব সৃজনশীলতা-উদ্ভাবন দিবস

তুচ্ছ ঘটনার জেরে উখিয়া কলেজের শারীরিকবিদ্যা বিভাগের শিক্ষক নিহত, আটক-১

ক্যানসারে আক্রান্ত ব্যারিস্টার রাজ্জাককে হাসপাতালে ভর্তি, দোয়া কামনা

চলতি সপ্তাহেই রাশিয়া-ইউক্রেনের যুদ্ধবিরতি চুক্তি, আশা ট্রাম্পের

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল চায় হেফাজতে ইসলাম

প্রধান উপদেষ্টা চার দিনের সফরে কাতার যাচ্ছেন আজ

ঝিকরগাছায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার