সেন্সর সার্টিফিকেট পেল 'আতরবিবিলেন' সিনেমা
মুক্তির অপেক্ষায় থাকা ‘জলরঙ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে নির্মাতাদের ভাবনায় চলে এসেছেন বর্তমান সময়ের মডেল-অভিনেত্রী ফারজানা সুমি। সম্প্রতি এই অভিনেত্রী নতুন একটি সুখবর জানালেন। তার অভিনীত ‘আতরবিবিলেন’ চলচ্চিত্র সম্প্রতি সেন্সর সার্টিফিকেট পেয়েছে। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু।
এ বিষয়ে ফারজানা সুমি বলেন, ‘সিনেমার গল্পে আতরবিবি সমাজের একটি স্বাভাবিক মেয়ের মতো বাঁচার স্বপ্ন দেখে।...