অভিনয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা জামান
প্রায় একদশক ধরে নাটকে, মিউজিক ভিডিওতে ও সিনেমায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা জামান। তবে নাটকের অভিনয়ের চেয়ে মিউজিক ভিডিওর মডেল হিসেবে তিনি বেশি আলোচিত। সম্প্রতি প্রিয়াঙ্কা নতুন তিনটি খ- নাটকের কাজ শেষ করেছেন। নাটক তিনটি হচ্ছে, তুষার খানের ‘ঝড় বৃষ্টির রাতে’,‘ বরিশালে শ^শুর বাড়ি’ ও এসআই সোহেলের ‘ব্যাড বয়’। তিনটি নাটকের গল্পই তাকে কেন্দ্র করে। প্রিয়াঙ্কা বলেন, চেষ্টা করি, সবসময় ভালো...