শাবনূরের নামে পেজ খুলে ভেরিফায়েড করেছে প্রতারক চক্র
একটি প্রতারক চক্র চিত্রনায়িকা শাবনূরের নামে পেজ খুলে ভেরিফায়েড করে নিয়েছে। এ নিয়ে শাবনূর উদ্বিগ্ন। শাবনূর বলেন, ফেসবুকে আমার নামে শত শত আইডি ও পেজ রয়েছে। যারা আমার নামে পেজ ভেরিফায়েড করেছে, তাদের উদ্দেশ্য মোটেও সৎ নয়। এই প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে নানা ধরনের অপরাধ ও অপকর্ম করতে পারে। হয়তো এরই মধ্যে করেছেও, যা আমি জানি না। এমনকি...