এবার ওটিটিতে 'ফেস টু ফেস' মালেক আফসারী
বাংলা চলচ্চিত্রের অন্যতম নির্মাতা মালেক আফসারী। দশকের পর দশক ধরে চলচ্চিত্রে কাজ করছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ২৪টি ছবি চলচ্চিত্র পরিচালনা করেছেন আফসারী। `এই ঘর এই সংসার` সিনেমা খ্যাত এই পরিচালক তার ২৫ নম্বর সিনেমায় মেগাস্টার শাকিব খান কে নিয়ে কাজ করার পরিকল্পনা করলেও কেন যেন সেটা আর হয়ে উঠছে না। হঠাৎ ভিন্ন খবর এলো আফসারীর থেকে। বড় পর্দায় নয় এবার...