শাবনূরের ভক্তের কাণ্ড!
অস্ট্রেলিয়ার সিডনিতে সপরিবারে বসবাস করছেন চিত্রনায়িকা শাবনূর। সারাবিশ্বেই রয়েছে তার ভক্ত-অনুরাগী। তারা তাকে পছন্দ করে। তবে এক ভক্তের কা-ে অবাক হয়েছেন শাবনূর। একটি ছেলে গত পাঁচ বছর ধরে শাবনূরের বাড়ির দরজায় গোলাপ ফুল রেখে যায়। শাবনূর এতে অবাক হয়েছেন। পরে তার নামও জেনেছেন। তবে তিনি তা প্রকাশ করতে চান না। শাবনূর বলেন, ফুল নিয়ে সবচেয়ে মজার ঘটনা ঘটেছে সিডনিতে। পাঁচ...