ভিলেন চরিত্রে আসছে মোশাররফ করিম, অনিশ্চিত ফারিণ
সময়ের অন্যতম অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছোট পর্দায় তার ব্যাপক বিচরণ। এছাড়াও গত বছর ‘ফাতিমা’ নামক সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় ফারিণের। এমনকি তার সেই সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় ইরানের একটি ফ্যাস্টিভালে। এছাড়াও এবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে `ফাতিমা` সিনেমাটি।
এদিকে নতুন করে গুঞ্জন উঠেছে নতুন একটি সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী ফারিণ। জানা যায়, এটি বাণিজ্যিক ঘরানার একটি সিনেমা।...