যতদিন বেঁচে আছি অভিনয়টাই চালিয়ে যেতে চাই: বাবু
বাংলাদেশের তুমুল জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। অভিয়ন শৈলী দিয়ে দর্শকদের মনে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছেন তিনি। ক্যারিয়ারে দুর্দান্ত অভিনয়ের কারনে অর্জন করেছেন ছয়টি জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। আরন্যক নাট্যদল থেকে উঠে আসা এই অভিনেতা তিন দশকেরও বেশি সময় ধরে টেলিভিশনের স্ক্রিনে মন জয় করেছেন তার দর্শকদের, পেয়েছেন অকুন্ঠ সমর্থনও। প্রায় ৩৫ বছর পূর্বে অভিনয়ের জগতে তার প্রথম আগমন ঘটে আরণ্যক...