স্বাস্থ্য শিক্ষার মানোন্নয়নে শিক্ষক নিয়োগের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিসিএস (স্বাস্থ্য) বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম
২৫ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম

বাংলাদেশের চিকিৎসা শিক্ষার উন্নয়ন ও স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষক নিয়োগের জন্য স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ঘোষণাকে বিসিএস (স্বাস্থ্য) বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম সাধুবাদ জানিয়েছে। ফোরামের সদস্য সচিব ডা. মোহাম্মদ আল আমিন শুক্রবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা গভীর কৃতজ্ঞতার সাথে উল্লেখ করছি এতদিন বৈষম্যের শিকার হয়ে অপেক্ষমাণ চিকিৎসকদের জন্য এই উদ্যোগ নতুন আশার আলো হয়ে এসেছে।’
বিবৃতিতে তিনি বলেন, স্বাধীনতার অঙ্গীকার অনুযায়ী, বৈষম্যমুক্ত একটি দেশ গড়ার লক্ষ্য আমাদের চিকিৎসা খাতেও প্রতিফলিত হওয়া জরুরি। শিক্ষক সংকটের কারণে চিকিৎসা শিক্ষার মান যে চ্যালেঞ্জের মুখে পড়েছিল, তা কাটিয়ে উঠতে এই সিদ্ধান্ত এক যুগান্তকারী পদক্ষেপ। ডবিøউএফএমই-এর নীতিমালা অনুযায়ী প্রতি ৩০ শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অত্যন্ত সময়োপযোগী।
এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের যথাসময়ে প্রমোশন না হওয়ায়, অনেক মেধাবী চিকিৎসক তাদের দক্ষতার প্রকৃত প্রয়োগ করতে পারছেন না। এতে যেমন ব্যক্তিগত হতাশা তৈরি হয়, তেমনি দেশের চিকিৎসা শিক্ষা ও সেবার মানে নেতিবাচক প্রভাব পড়েছে। নতুন পদ সৃষ্টির মাধ্যমে এই সংকট নিরসনের জন্য সরকারের পদক্ষেপ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে আগামী প্রজন্মের চিকিৎসকদের জন্য।
বিশ্বব্যাপী প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের স্বাস্থ্য শিক্ষা খাতকে ডবিøউএফএমই-এর আন্তর্জাতিক মানদÐে উন্নীত করতে হবে। এই প্রয়াস আমাদের চিকিৎসকদের বৈশ্বিক প্ল্যাটফর্মে প্রতিষ্ঠিত করবে এবং দেশের চিকিৎসা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করে তুলবে।
ডা. মোহাম্মদ আল আমিন বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ কেবলমাত্র শিক্ষাক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, বরং চিকিৎসা সেবার প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনবে। ভবিষ্যতে এই পদক্ষেপ আরও নতুন নতুন সুযোগ সৃষ্টি করবে, যেখানে চিকিৎসকরা তাদের মেধা ও দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ, এই প্রক্রিয়াটি যেন দ্রত বাস্তবায়ন করা হয় এবং অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্যের সমাধান নিশ্চিত করা হয়। এতে চিকিৎসকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে এবং তারা আরও উদ্যম নিয়ে কাজ করতে পারবেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করে ডা. মোহাম্মদ আল আমিন বলেন, বাংলাদেশ তার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশ্বমানের অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে।
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন

চৌদ্দগ্রামে দুই লক্ষ যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, থানায় অভিযোগ

মার্কিন কৃষি কি চীনের সাথে বাণিজ্য যুদ্ধ সামলাতে পারবে?

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় ৯ গরু আটক

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির প্রভাব মোকাবিলায় আমদানি নীতিতে পরিবর্তন আনছে সরকার

ভোলায় বিএনপি নেতা হত্যার প্রতিবাদ সভায় হামলা, আহত ২০

ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাস, মুসলিমদের আপত্তির কারণ কী?

দ্বিতীয় বিয়ে মেনে না নেওয়ায় স্বামী-স্ত্রীর একসঙ্গে আত্মহত্যা

যাকে নিয়ে কথা হচ্ছে সে আমার অগ্রজ, তাকে আমি যথেষ্ট সন্মান করি– নিশো

বিমসটেক সম্মেলনে ড. ইউনূসের তিনটি শূন্যের বিশ্ব গড়ার আহ্বান

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থায় বড় রদবদল, বরখাস্ত হলেন টিমোথি হফ

গাজা সংকট নিরসনে বিশ্বকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জর্ডানের রাজার

বাংলাদেশের জনগণ ইতিহাসের পুনর্জন্ম প্রত্যক্ষ করেছে: প্রধান উপদেষ্টা

শীলার পোশাক নিয়ে কটাক্ষের জবাব দিলেন আসিফ নজরুল

জকিগঞ্জে একই রাতে পরপর ৩ টি ছিনতাই, আহত ৩

ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য: রাশিয়ার সতর্কবার্তা

ট্রাম্পের শুল্ক ঘোষণায় বিশ্ব শেয়ারবাজারে বড় পতন

মারা গেছেন বলিউড অভিনেতা মনোজ কুমার

ট্রাম্পের শুল্ক নিয়ে রোববার জরুরি বৈঠক

বাণিজ্য যুদ্ধ শুরু হলে কেউই লাভবান হবে না: ইইউ

গাজার তিন স্কুলে ইসরায়েলি হামলা,১৮ শিশুসহ নিহত ৩৩