কার্ডিয়াক অ্যারেস্ট হলে করণীয়
২৯ জানুয়ারি ২০২৫, ১১:২৪ এএম | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫, ১১:২৪ এএম

হার্ট বা হৃদপিণ্ড যদি হঠাৎ শরীরে রক্ত সরবরাহ করা বন্ধ করে দেয়, তাহলে মস্তিষ্কেও রক্ত সরবরাহ হবে না এবং মস্তিষ্কে অক্সিজেনও পৌঁছাতে পারবে না। তখন প্রথমে শুরু হবে শ্বাসকষ্ট এবং শেষ পর্যন্ত রোগী জ্ঞান হারাবেন। এই অবস্থাকে বলে কার্ডিয়াক অ্যারেস্ট। তবে অনেকেই কার্ডিয়াক অ্যারেস্ট এবং হার্ট অ্যাটাককে একই রকম মনে করেন। কিন্তু দুটো ভিন্ন বিষয়। হার্ট অ্যাটাক হলো হার্টের রক্তনালী ব্লক হয়ে হার্টের একটি রোগ। অন্যদিকে কার্ডিয়াক অ্যারেস্ট হল হার্ট বন্ধ হয়ে যাওয়া। তবে হার্ট এটাকের কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে।
গবেষণায় দেখা গিয়েছে, প্রায় ৯২ শতাংশ কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে থাকে মানুষের বাড়িতে থাকা অবস্থায়। তার মধ্যে ২ শতাংশেরও কম রোগী উপযুক্ত সময়ে সঠিকভাবে সিপিআর পেয়ে থাকেন। কার্ডিয়াক অ্যারেস্ট হবার প্রথম তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে সিপিআর শুরু করা হলে রোগীর বেঁচে থাকা সম্ভব না কয়েক গুণ বেড়ে যায়। তাই প্রতিটি সাধারণ মানুষের এই বিষয়ে সঠিক ধারণা থাকা উচিত।
কারা কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকিতে আছেন-
- কার্ডিওমায়োপ্যাথী
- উচ্চ রক্তচাপ
- উচ্চ কোলেস্টেরল
- স্থূলতা (বিশেষ করে যারা স্লিপ অ্যাপনিয়াতে ভুগছেন)
- ডায়াবেটিস
- নেশাজাতীয় দ্রব্য সেবন(সিগারেট, মদ্যপান, মাদক)
- পারিবারিক হিস্ট্রি
- শারীরিক পরিশ্রম না করা।
কার্ডিয়াক অ্যারেস্ট হলে কিভাবে বুঝবেন-
- রোগী অচেতন থাকবে
- পাল্স বা হার্টবিট পাওয়া যাবে না
- কোন শ্বাস-প্রশ্বাস নিবে না
কার্ডিয়াক অ্যারেস্ট হলে এর প্রাথমিক চিকিৎসা হলো সিপিআর, যেটাকে আমরা বলি কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। কোন সময় নষ্ট না করে সিপিআর শুরু করতে হবে।
* প্রথমত আশেপাশের কারো সাহায্য চাইতে হবে।
* জরুরী পরিষেবাগুলোতে ফোন করতে হবে।
* বুকে চাপ দিতে হবে (প্রথমে অচেতন মানুষটিকে সমতল এবং শক্ত জায়গায় শুয়ে দিতে হবে। পোশাক বেশি থাকলে তা কমিয়ে ফেলতে হবে। এবার আপনার এক হাতের উপর আরেক হাত রেখে রোগী ঠিক বুকের মাঝখানে তালুর মাধ্যমে চাপ দিতে হবে। এমনভাবে চাপ দিতে হবে যেন দুই ইঞ্চি পর্যন্ত নিচে নামে এবং এসময় কনুই যেন সোজা থাকে। এভাবে একটানা ৩০ বার করে বুকে চাপ দিতে হবে এবং প্রতি সেকেন্ডে যেন ২ বার চাপ পরে সেটা খেয়াল রাখতে হবে।)
* শ্বাসনালী ক্লিয়ার রাখতে হবে, শ্বাসনালীতে কোন প্রতিবন্ধকতা থাকা যাবে না। রোগীর মুখ হা করে মাথা পিছনের দিকে নিলে শ্বাসনালী ক্লিয়ার হয়ে খুলে যায়।
* মুখ দিয়ে শ্বাস-প্রশ্বাস দিতে হবে (প্রথমে নিজে বুক ভরে শ্বাস নিবেন, তারপর নিজের মুখ রোগীর মুখের সাথে লাগিয়ে সবটুকু বাতাস দিয়ে দিবেন। এক সেকেন্ডে ধরে বাতাস দিতে হবে এবং দেখতে হবে বুক ফুলছে কি না। এভাবে পরপর ২ বার শ্বাস দিতে হবে।)
* যদি AED (শক দেবার যন্ত্র) পাওয়া সম্ভব হয়। তাহলে শক দিতে হবে। শক দিতে পারলে রোগীর বেচে থাকার সম্ভাবনা কয়েকগুন বেড়ে যায়।
* দুই মিনিট পরপর পাল্স চেক করতে হবে।
যতক্ষণ না পর্যন্ত রোগীর পালস ও শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হবে অথবা অ্যাম্বুলেন্স ও ইমারজেন্সি টিম না আসবে, ততক্ষণ পর্যন্ত সিপিআর চালিয়ে যেতে হবে।
প্রতিবছর লাখ লাখ মানুষের মৃত্যু হয় কার্ডিয়াক অ্যারেস্টের কারণে। এই মৃত্যুহার কমানোর একমাত্র উপায় দেশের সকল সাধারণ মানুষের মধ্যে এবিষয়ে সচেতনতা তৈরি করা এবং ব্যাসিক লাইফ সাপোর্ট (বি.এল.এস) বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা।
লেখক: চিফ কার্ডিয়াক অ্যানেস্থেসিওলজিস্ট, সহযোগী অধ্যাপক ও বি.এল.এস কোর্স কোঅর্ডিনেটর, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল।
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন

সৈয়দপুরে রংধনু ও পাতাকুঁড়ি পার্কে দর্শনার্থীদের ভিড় বাড়ছে

মাস্কের পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিল হোয়াইট হাউস

প্রয়োজনীয় সংস্কার শেষে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবো: ড. ইউনূস

দেশ ও জাতির জন্য তানিফার অবদানের কথা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: সেলিম উদ্দিন

ভারতে ওয়াকফ বিল পাসের প্রতিবাদে হেফাজতে ইসলামের বিবৃতি

চৌদ্দগ্রামে দুই লক্ষ যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, থানায় অভিযোগ

মার্কিন কৃষি কি চীনের সাথে বাণিজ্য যুদ্ধ সামলাতে পারবে?

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় ৯ গরু আটক

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির প্রভাব মোকাবিলায় আমদানি নীতিতে পরিবর্তন আনছে সরকার

ভোলায় বিএনপি নেতা হত্যার প্রতিবাদ সভায় হামলা, আহত ২০

ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাস, মুসলিমদের আপত্তির কারণ কী?

দ্বিতীয় বিয়ে মেনে না নেওয়ায় স্বামী-স্ত্রীর একসঙ্গে আত্মহত্যা

যাকে নিয়ে কথা হচ্ছে সে আমার অগ্রজ, তাকে আমি যথেষ্ট সন্মান করি– নিশো

বিমসটেক সম্মেলনে ড. ইউনূসের তিনটি শূন্যের বিশ্ব গড়ার আহ্বান

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থায় বড় রদবদল, বরখাস্ত হলেন টিমোথি হফ

গাজা সংকট নিরসনে বিশ্বকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জর্ডানের রাজার

বাংলাদেশের জনগণ ইতিহাসের পুনর্জন্ম প্রত্যক্ষ করেছে: প্রধান উপদেষ্টা

শীলার পোশাক নিয়ে কটাক্ষের জবাব দিলেন আসিফ নজরুল

জকিগঞ্জে একই রাতে পরপর ৩ টি ছিনতাই, আহত ৩

ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য: রাশিয়ার সতর্কবার্তা