দুষ্কৃতকারীদের শায়েস্তা করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে : স্বাস্থ্য উপদেষ্টা
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৫ এএম

আইনের যথাযথ প্রয়োগ করে দুষ্কৃতকারীদের শায়েস্তা করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
তিনি বলেন, ‘আমাদের আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ নেই। তাই আইন প্রয়োগ করে দুষ্কৃতকারীদের শায়েস্তা করার কথা ডিসিদের বলেছি।’
রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের প্রথম দিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের স্বাস্থ্য উপদেষ্টা এ কথা বলেন।
নূরজাহান বেগম বলেন, ‘আজকে জেলা প্রশাসকরা নানা বিষয়ে প্রশ্ন করেছেন। বিশেষ করে হাসপাতাল ও মেডিক্যাল কলেজসংক্রান্ত নানা সমস্যার কথা বলেছেন। সেসব সমস্যার মধ্যে আমরা কিছু কিছু সমস্যা সমাধানের চেষ্টা করছি। তবে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে হয়েছে, সেটা হলো আমাদের প্রতিরোধমূলক কিছু করা উচিত। এই যে হাইপার টেনশন, ডায়াবেটিস হচ্ছে এগুলোর কারণগুলো কী? কিভাবে হয়, মানুষকে কিভাবে সচেতন করতে পারি।’
তিনি বলেন, ‘ট্যোবাকো নিয়ে কী করতে পারি, ছোট ছোট বাচ্চারা ই-সিগারেটে অভ্যস্ত হয়ে যাচ্ছে। সেগুলোকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। আমাদের সেসব বিষয় নিয়ে কাজ করতে হবে। এ ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে।’
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘এ পর্যন্ত আমরা ৪০ জন আহত রোগীকে সিঙ্গাপুর ও ব্যাঙ্ককে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছি, টাকার দিকে তাকাইনি। আমরা যখন দায়িত্ব গ্রহণ করি তখন জানতাম না এয়ার অ্যাম্বুল্যান্স কোথায় পাওয়া যায়। কিন্তু ত্বরিত গতিতেই এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে আহতদের বিদেশে পাঠানো হয়েছে। আমরা তাদের সর্বোত্তম চিকিৎসা দিতে চেষ্টা করেছি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ডাক্তার এনে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’
তিনি বলেন, ‘আহতদের কিছুটা অসন্তুষ্টি আছে, সেটা ১ শতাংশও হবে না। তবে কেউ যখন এক থেকে তিন সপ্তাহ বিছানায় পড়ে থাকে তখন তো একটা ট্রমা কাজ করে। এরা তো গত ছয় মাস ধরে পা ভেঙে, পা হাড়িয়ে, হাত হারিয়ে, চক্ষু হারিয়ে বসে আছে। তাদের ট্রমা আস্তে আস্তে কমে যাবে। তাদের রিহ্যাবিলিটেশন করার পরিকল্পনাও রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়সহ অন্যদের সমন্বয়ে চেষ্টা করা হচ্ছে। এটা যদি আমরা করতে পারি তাহলে এগুলো আর থাকবে না।’
স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে একটি টিম গঠন এবং এই টিমে এনজিওদের অংশীদার করার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, বিভিন্ন জেলার হাসপাতালে লোকবলের সমস্যা সমাধান, কমিউনিটি হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ, সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য এনজিওদের সাথে সমন্বয় করে ওয়ার্কফোর্স তৈরির বিষয়ে আলোচনা হয়েছে।
হাসপাতালে নির্মাণকাজে ভূমি অধিগ্রহণ বিষয়ে সহযোগিতা প্রদানের বিষয়ে আলোচনার কথা জানিয়ে নূরজাহান বেগম বলেন, বাল্যবিবাহ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ভেজাল খাদ্য বিক্রেতা/উৎপাদনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা, গ্রামাঞ্চলের ওষুধের মান নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করতে ডিসিদের বলা হয়েছে।
বৈঠকে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধিতে প্রচার কার্যক্রম জোরদার করার বিষয়ে ডিসিদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান উপদেষ্টা।
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন

সৈয়দপুরে রংধনু ও পাতাকুঁড়ি পার্কে দর্শনার্থীদের ভিড় বাড়ছে

মাস্কের পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিল হোয়াইট হাউস

প্রয়োজনীয় সংস্কার শেষে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবো: ড. ইউনূস

দেশ ও জাতির জন্য তানিফার অবদানের কথা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: সেলিম উদ্দিন

ভারতে ওয়াকফ বিল পাসের প্রতিবাদে হেফাজতে ইসলামের বিবৃতি

চৌদ্দগ্রামে দুই লক্ষ যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, থানায় অভিযোগ

মার্কিন কৃষি কি চীনের সাথে বাণিজ্য যুদ্ধ সামলাতে পারবে?

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় ৯ গরু আটক

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির প্রভাব মোকাবিলায় আমদানি নীতিতে পরিবর্তন আনছে সরকার

ভোলায় বিএনপি নেতা হত্যার প্রতিবাদ সভায় হামলা, আহত ২০

ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাস, মুসলিমদের আপত্তির কারণ কী?

দ্বিতীয় বিয়ে মেনে না নেওয়ায় স্বামী-স্ত্রীর একসঙ্গে আত্মহত্যা

যাকে নিয়ে কথা হচ্ছে সে আমার অগ্রজ, তাকে আমি যথেষ্ট সন্মান করি– নিশো

বিমসটেক সম্মেলনে ড. ইউনূসের তিনটি শূন্যের বিশ্ব গড়ার আহ্বান

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থায় বড় রদবদল, বরখাস্ত হলেন টিমোথি হফ

গাজা সংকট নিরসনে বিশ্বকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জর্ডানের রাজার

বাংলাদেশের জনগণ ইতিহাসের পুনর্জন্ম প্রত্যক্ষ করেছে: প্রধান উপদেষ্টা

শীলার পোশাক নিয়ে কটাক্ষের জবাব দিলেন আসিফ নজরুল

জকিগঞ্জে একই রাতে পরপর ৩ টি ছিনতাই, আহত ৩

ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য: রাশিয়ার সতর্কবার্তা