বদ অভ্যাসে পিঠে ব্যথা
যেসব ব্যথার কারণে মানুষ ডাক্তারের কাছে যায় এরমধ্যে ‘পিঠে ব্যথা’ অন্যতম। আর যতগুলো কারণে পিঠের অপারেশন করার প্রয়োজন হয় এরমধ্যে তৃতীয় কারণ হচ্ছে এই রোগ।
পিঠের ব্যথা অনেক কারণেই হতে পারে। তবে অনেক সময় তুচ্ছ অনেক দৈনন্দিন অভ্যাসের জন্যও এই ব্যথা হতে পারে। আর সেসব বিষয়ে সাবধান থাকলে এই ব্যথার হাত থেকে দূরে থাকা সম্ভব হয়।
ষ দীর্ঘসময় কুঁজো হয়ে বসে থাকলে:...