চুল নিয়ে আর নয় ভুল
চুল নিয়ে আমাদের ভাবনার শেষ নেই। আর চুল নিয়ে আমাদের ভাবনাকে কেন্দ্র করেই সমাজে নানা কথা প্রচলিত আছে। সমাজে প্রচলিত কথাগুলোর বেশিরভাগই ঠিক নয় এবং বিজ্ঞানসম্মত নয়। তাই আমরা চুল নিয়ে নানা ভুল তথ্য জানি ও এর পরিচর্যায় ভুল করে থাকি। আসুন জেনে নেই চুল নিয়ে আমাদের জানা ভুল তথ্যগুলো-* অতিরিক্ত আল্ট্রা ভায়োলেট রেডিয়েশন পেলে চুল পড়ে এ কথা মিথ্যা।...