অমনোযোগী শিশু
আমাদের দেশে শিশুদের মানসিক স্বাস্থ্যকে এখনও অনেক অবহেলার চোখে দেখা হয়। অথচ এ শিশু আগামী দিনের নাগরিক, রাষ্ট্র, সমাজ তথা পৃথিবী পরিচালনার মূল দায়িত্ব একসময় তাদের ওপরই বর্তাবে। শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা কতটুকু সচেতন। এ প্রশ্নের উত্তরে একটু কিন্তু থেকেই যায়। যাই হোক শিশুদের মনোযোগের ঘাটতিজনিত অতিচঞ্চলতা রোগ নিয়েই আজকের আলোচনা।
মনোযোগের ঘাটতি বলতে কি বোঝায়?শিশু-কিশোরদের মনোযোগের ঘাটতি আছে কিনা...