সাদাস্রাব : মেয়েদের সাধারণ সমস্যা
লিউকোরিয়াকে বাংলায় সাদা¯্রাব, শ্বেতপ্রদর, মেহ, প্রমেহ ইত্যাদি নামে অভিহিত করা হয়। আসলে এটি কোন রোগ নয়, রোগের উপসর্গ মাত্র। মেয়ে শিশু হতে বয়স্ক মহিলাদের জীবনে কোন না কোন সময় এই সমস্যা দেখা দিতে পারে। কোন কারণবশত মেয়েদের মাসিকের রাস্তা দিয়ে রস শ্লেস্মা বা পুঁজযুক্ত গাঢ় সাদা¯্রাব নিঃসরণ হলে একে লিউকোরিয়া বা সাদা¯্রাব বলা হয়। ঋতুবর্তী মেয়েদের মাসিকের আগে বা পরে...