পুস্টিবিদদের স্বীকৃতিতে আলাদা কাউন্সিল তৈরী সময়ের দাবি
বাংলাদেশ ডায়াবেটিস সমিতির প্রেসিডেন্ট এবং চীফ এডভাইজার নিউট্রিশন সামিট জাতীয় প্রফেসর এ কে আজাদ খান বলেছেন, আমাদের বর্তমান সময়ে পুস্টিহীনতা যেমন সমস্যা, তেমনি স্থূলতা এবং মুটিয়ে যাওয়াও সমস্যা। অন্যদিকে এর সাথে যুক্ত হয়েছে খাদ্যের মাইক্রোনিউট্রিয়েন্ট কমে যাওয়া- এটা এখন আরো বড় সমস্যা। যথাযথ পুস্টিজ্ঞান না থাকাই এর কারন। তিনি পুস্টিবিদদের যথাযথ স্বীকৃতির কথাও বলেন। প্রয়োজনে এর জন্য আলাদা কাউন্সিল তৈরী...