নিরাপদ প্রসবের জন্য নগর মাতৃসদন
২৮ মার্চ ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ২৮ মার্চ ২০২৫, ১২:০৪ এএম

পরিবারের প্রাপ্তবয়স্ক কোন নারী সদস্য মা হতে চলেছেন। নিঃসন্দেহে এটি অত্যন্ত আনন্দের খবর। কিন্তু ঘটনাটি যদি শহরের কোন বস্তিতে অথবা শহরতলীর কোন পিছিয়ে পড়া পরিবারে ঘটে তবে তা একই সাথে উদ্বেগের বিষয়। অন্তত স্বল্প আয়ের পরিবারের অপুষ্টি ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত রোগে আক্রান্ত প্রসূতি মায়ের জন্য উদ্বেগটা আরো অধিক।
উদ্বেগের কারণগুলোর প্রথমটি হলো, সেই প্রসূতির পরিবারে অন্যান্য নারীরা, বিশেষ করে যারা বয়োজেষ্ঠ্য, তারা হয়তো তাদের অভিজ্ঞতালব্ধ পন্থায় বা প্রথাগত পদ্ধতিতে তার গর্ভকালীন পরিচর্যা করতে চাইবেন। অধিকাংশ ক্ষেত্রে প্রসূতির শারীরিক অবস্থা বিজ্ঞানসম্মত উপায়ে পরীক্ষা করা হয়না। আর দ্বিতীয় কারণটি হলো, প্রসূতির অবস্থা সংকটাপন্ন না হওয়া পর্যন্ত তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেয়া হয় না। এমন ঘটনা সচরাচর ঘটে থাকে, অন্তত পরিসংখ্যান-ভিত্তিক কিছু তথ্য তাই বলে। তবে আশার কথা হল, নানা ধরণের সচেতনতামূলক কার্যক্রমের ফলে নিরাপদ মাতৃত্ব এবং প্রজনন স্বাস্থ্য নিয়ে মানুষের সচেতনতা দিন দিন বাড়ছে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে দেশে ১ লাখ সন্তান প্রসবের ক্ষেত্রে মাতৃমৃত্যু হার ছিল প্রায় ৬০০, যা কমে বর্তমানে ১৬৫ তে নেমেছে। অর্থাৎ দেশে মাতৃমৃত্যু কমেছে উল্লেখযোগ্য হারে। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসজিডি) অর্জনে ২০৩০ সালের মধ্যে মাতৃমৃত্যু হার ৭০-এ কমানোর জন্য সরকার নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে। তারপরও বলতে হয়, বাংলাদেশ যখন অর্থনৈতিকভাবে ক্রমশঃ উন্নতি করছে, তখন একজন প্রসূতি মায়ের মৃত্যুকেও স্বাভাবিক হিসাবে মেনে নেওয়া যায়না।
পরিসংখ্যান বলছে, মোট মাতৃমৃত্যুর ৩১ শতাংশ হয়ে থাকে অতিরিক্ত রক্তক্ষরণে, ২৪ শতাংশ হয় খিঁচুনির কারণে এবং ৩ শতাংশ হয় বাধাগ্রস্থ বা বিলম্বিত প্রসবে। ৭৩ শতাংশ মাতৃমৃত্যু ঘটে প্রসব পরবর্তী সময়ে (সন্তান জন্মদানের ৪৫ দিনের মধ্যে)। আমরা জানি যে, অনেক প্রসূতি মা রক্তশূন্যতা, ডায়াবেটিস, থাইরয়েড, সংক্রমণ, উচ্চ রক্তচাপ, প্রসবকালীন জটিলতাসহ বেশকিছু স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন। এমন সমস্যার সমাধান প্রাথমিক পর্যায়ে করা সম্ভব যদি প্রসূতিকে স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যথাযথ পরামর্শ ও সেবা দেওয়া যায়। কিন্তু বিলম্বে সেবা গ্রহণের সিদ্ধান্ত, হাসপাতালে পৌঁছানো ও সেবা প্রদানে বিলম্বসহ নানাবিধ কারণে গর্ভবতী মা ঝুঁকিতে পড়েন। বিশেষজ্ঞদের একটি কথা মানতেই হবে যে, গর্ভধারণের শুরু থেকে প্রসূতির স্বাস্থ্যসেবা নিশ্চিত হলে তার প্রসব অনেকাংশে নিরাপদ হয়ে যায়।
নিরাপদ মাতৃত্বের গুরুত্বপূর্ণ কৌশলগুলো হলো, স্থানীয় পর্যায়ে (পাড়ায় বা মহল্লায়) দক্ষ চিকিৎসক এবং মিডওয়াইফারির মাধ্যমে প্রসব-পূর্ব মাতৃসেবা, নিরাপদ প্রসবসেবা এবং প্রসব-পরবর্তী স্বাস্থ্যসেবা, ঝুঁকিপূর্ণ গর্ভপাত প্রতিরোধ সেবা এবং নবজাতকের সেবার ব্যবস্থা, বিশেষায়িত হাসপাতালে সুপারিশের বা রেফারেল সুবিধার বিস্তৃতি এবং যোগাযোগ বা রোগী পরিবহন ব্যবস্থা উন্নতকরণ। উপরোক্ত চাহিদার প্রায় সবকিছুর ব্যবস্থাই আছে রংধনু-চিহ্নিত নগর মাতৃসদন ও স্বাস্থ্যকেন্দ্রে।
উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের সরাসরি তত্ত্বাবধানে এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের সহায়তায় আরবান প্রাইমারী হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট (ইউপিএইচসিএসডিপি) এর ২য় পর্যায় চলমান আছে। প্রকল্পটির আওতায় ১১টি সিটি কর্রপোরেশন এবং ১৮টি পৌরসভা এলাকায় ৪৫টি নগর মাতৃসদন, ১৬৭টি নগর স্বাস্থ্যকেন্দ্র এবং ৩৩৪টি স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে সংশ্লিষ্ট শহরবাসী, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী, মা ও শিশুদের স্বল্পমূল্যে উন্নত প্রাথমিক চিকিৎসা এবং রোগ প্রতিরোধী সেবা দেওয়া হচ্ছে। এসব স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে স্বল্পমূল্যে প্রয়োজনীয় প্যাথলজিক্যাল পরীক্ষার সুবিধা পাওয়া যাবে। অতি দরিদ্রদের জন্য আছে বিনামূল্যে চিকিৎসা সেবা।
গর্ভধারণের পর থেকে সন্তান প্রসবের পূর্বে একজন মাকে কমপক্ষে ৪ বার দক্ষ চিকিৎসকের তত্ত্বাবধানে চেকআপ করানো উচিত। অথচ পরিসংখ্যান বলছে দেশে ৬৪ শতাংশ প্রসূতি মা সন্তান প্রসবের পূর্বে মাত্র একবার চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসায় বিলম্বের কারণে অনেকে অকাল গর্ভপাত, আবার অনেক ক্ষেত্রে ব্যয়বহুল সিজারিয়ান পদ্ধতিতে সন্তান প্রসবে বাধ্য হন।
গর্ভকালীন মাতৃত্বকে নিরাপদ করার স্বার্থেই এ পরিস্থিতির পরিবর্তন করতে হবে। আর তাই, প্রকল্পভুক্ত এলাকায় বসবাসকারী সদ্য বা সম্ভাব্য প্রসূতি মায়েদের প্রতি আহ্বান থাকবে আপনারা অন্ধ বিশ^াসে লোকায়ত পন্থা অবলম্বন না করে নিকটস্থ রংধনু-চিহ্নিত স্বাস্থ্যকেন্দ্র সম্পর্কে জানুন এবং প্রাপ্য সেবা গ্রহণ করুন। মনে রাখবেন, গর্ভবতী মা জটিলতামুক্ত ও সুস্থ সবল থাকলেই সুন্দরভাবে সুস্থ সন্তান জন্ম দিতে পারেন।
লেখক: উপ প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

ফুলপুরে নিচের মাটি সরে গিয়ে ঝুলে আছে সেতু, ঝুঁকি নিয়ে পারাপার

যশোর-অভয়নগরে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন পারমাণবিক চুক্তির ভাবনায় ইরান

ফিলিস্তিন স্বীকৃতি ইস্যুতে ম্যাক্রোঁকে এড়িয়ে গেল যুক্তরাষ্ট্র

গোয়ালন্দে পদ্মা নদীতে বিষ দিয়ে অবাধে মাছ শিকার

বিহারে ভারী বর্ষণ-বজ্রপাত, ২৫ জনের মৃত্যু

'মেধা'র বিপরীতে 'সুপারিশ' অভ্যুত্থানের শহীদের রক্তের সাথে প্রতারণার নামান্তর: সারজিস

সামনের সপ্তাহে তিন দেশ সফরে যাচ্ছেন শি জিনপিং

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের শেষ দেখতে চায় চীন

গাজায় যুদ্ধবিরতির পক্ষে সেনাদের বরখাস্তে নেতানিয়াহুর সমর্থন

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ

উদ্ধার তৎপরতার মধ্যেই ফের ভূমিকম্প মিয়ানমারে

তারাকান্দার ২১ গ্রামে বিশুদ্ধ পানির সংকট

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আখাউড়ায় সাংবাদিকদের মানববন্ধন

মনোহরগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

গফরগাঁওয়ে বিএনপির ৪জন নেতাকে কুপিয়ে গুরুতর আহত

মুম্বাই হামলার সন্দেহভাজন তাহাউর রানাকে ভারতের কাছে হস্তান্তর করল যুক্তরাষ্ট্র

নরসিংদীতে কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার করেছে র্যাব

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৬৭ বাংলাদেশি অনিয়মিত অভিবাসী

সিডি জোনের বিরুদ্ধে মালিকানা জালিয়াতির অভিযোগ তুললেন সোহাগ