ভারত থেকে কয়লা আমদানিতে শুভঙ্করের ফাঁকি

Daily Inqilab ইনকিলাব

২৮ মার্চ ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ২৮ মার্চ ২০২৫, ১২:০৪ এএম

মাতারবাড়ি আল্ট্রা ক্রিটিক্যাল তাপবিদ্যুতকেন্দ্র একটি কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র। এ ধরনের বিদ্যুতকেন্দ্রে পরিবেশগত ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে উন্নতমানের কয়লা ব্যবহারের উপর গুরুত্ব দিতে হয়। বিগত সরকারের সময় দেশের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে ভারত নির্ভরতার কারণে নানা ধরনের সংকটের পাশাপাশি হাজার হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে দেশ। তবে একটি ভারতীয় কোম্পানির মাধ্যমে মাতারবাড়ি বিদ্যুতকেন্দ্রের জন্য আমদারি করা কয়লায় বড় ধরনের ভেজাল ও দুর্নীতর ঘটনা ফাঁস হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতের পুতুল রিজিম শেখ হাসিনার পতনের পর নতুন বাংলাদেশ ভারতের চাপিয়ে দেয়া আধিপত্য ও লুটপাটের বন্দোবস্ত প্রত্যাখ্যান করছে। এ কারণেই দীর্ঘদিন ধরে চলা ভারতের ফাঁকিবাজির বাণিজ্যিক ব্যবস্থার ভেতরের বিষয়গুলো বেরিয়ে আসতে শুরু করেছে। বাংলাদেশের জ্বালানি সেক্টরের উপর জেঁকে বসা ভারতীয় কোম্পানিগুলো কীভাবে জনগণের কষ্টার্জিত রেমিটেন্স ও রাজস্বখাতের টাকা হাতিয়ে নিচ্ছে তা আদানির সাথে বিদ্যুৎ সরবরাহ চুক্তির অস্বাভাবিকতা, কয়লা সরবরাহের নামে ভারতীয় কোম্পানির মাটির চালান পাঠানোর মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেছে। মাতারবাড়ি বিদ্যুতকেন্দ্রের জন্য ভারতীয় কোম্পানির মাধ্যমে আমদানিকৃত ৬৩ হাজার মেট্রিকটন কয়লার একটি চালান প্রায় এক-তৃতীয়াংশ খালাসের পর দেখা গেছে, কথিত কয়লার নামে বিপুল পরিমাণ মাটি সরবরাহ করা হয়েছে। এসব মাটি মিশ্রিত কয়লা ব্যবহার করতে গিয়ে বিদ্যুতকেন্দ্রের যন্ত্রপাতি বিকল হওয়ার পাশাপাশি পরিবেশগত ও বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। বছরের পর বছর ধরে এ অবস্থা চললেও ভারতীয় বশংবদ সরকারের কোনো সংস্থা এ নিয়ে কোনো কথা বলেনি। তবে নতুন বাংলাদেশ এসব বিষয় আর বরদাশ্ত করছে না।

মাতারবাড়িতে ৬৩ হাজার টন কয়লা আনলোড করার সময় কয়লার বদলে মাটি সরবরাহের বিষয়টি ধরা পড়ার পর তাৎক্ষণিকভাবেই পুরো চালানটি ফেরত দেয়ার জন্য কার্গো জাহাজটিকে জেটি থেকে বহির্নোঙরে পাঠিয়ে দেয়া হয়। বছরের পর বছর ধরে এ ধরনের ঘটনা অব্যাহতভাবে চললেও এবারই প্রথম ভেজাল মিশ্রিত কয়লার চালান ভারতে ফেরত দেয়া হলো। সেই সাথে কয়লার বদলে মাটি মিশ্রিত হাজার কোটি টাকার কয়লার চালান লেনদেনের আদ্যোপান্ত তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানা যায়। ভারতীয় কোম্পানির সাথে যোগসাজশে বাংলাদেশের বিদ্যুত খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের একটি চক্র এই দুর্নীতির সাথে জড়িত আছে বলে অভিযোগ উঠেছে। মাতাবাড়ি বিদ্যুৎ প্রকল্পের নির্বাহী পরিচালক এবং কোলপাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) এর সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব এড়াতে পারেন না। এ ধরনের দুর্নীতির সাথে যে বা যারাই জড়িত থাক, তদন্তসাপেক্ষে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কয়লার বদলে মাটি সরবরাহের দায়ে ভারতীয় কোম্পানির বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। বিগত রিজিমের ১৬ বছরে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে ভারতীয় কোম্পানিগুলো বছরে অতিরিক্ত হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। কয়লাভিত্তিক বড় বিদ্যুতকেন্দ্র থেকে অপেক্ষাকৃত কমমূল্যে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ থাকলেও ভেজাল ও সরবরাহে ফাঁকিবাজির কারণে প্রতিবছর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য বাড়িয়েও লোকসান কমানো যাচ্ছিল না। লুটেরা সরকারের পতনের পর নতুন বাস্তবতায় দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত সে ধারা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

এক প্রতিবেদনে জানা যায়, ময়মনসিংহের স্থল সীমান্ত দিয়ে আমদানি করা কয়লা ভারতীয় রফতানিকারকদের সরবরাহ করা পরিমাপ ও পরিমাণ কোনো রকম যাচাই-বাছাই ছাড়াই গ্রহণ করছে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থল বন্দরে নিজস্ব ডিজিটাল স্কেল না থাকায় ভারতের দেয়া তথ্য মেনে নিয়ে তার মূল্য পরিশোধ করা হচ্ছে। কয়েক বছর আগে সময় টিভির একটি অনুসন্ধানী প্রতিবেদনে প্রায় ২৫ বছর ধরে এমন একতরফা সীমান্ত বাণিজ্যের তথ্য বেরিয়ে আসলেও এ নিয়ে সরকারের সংশ্লিষ্টদের যেন কোনো কিছুই করার ছিল না। জাপানের অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ মাতারবাড়ি আল্ট্রাসুপার ক্রিটিক্যাল বিদ্যুতকেন্দ্রে ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি করে সরবরাহের টেন্ডার পাওয়া ভারতীয় কোম্পানি যদি কয়লার বদলে মাটি সরবরাহ করে পুরো বিদ্যুৎ প্রকল্পটিকে বড় ধরনের ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে, তাহলে ভারতের সাথে যৌথ বিনিয়োগে নির্মিত রামপাল বিদ্যুতকেন্দ্রের অভ্যন্তরে কী ঘটছে সেদিকে নজর দিতে হবে। মাতারবাড়ির ভেজাল কয়লা ফেরত দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশপ্রেম ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত তুলে ধরেছেন। একইভাবে দেশের প্রতিটি সেক্টরেই বিদ্যমান দুর্নীতির চক্র ভেঙ্গে জাতির অর্থনৈতিক সম্ভাবনা ও সমৃদ্ধির পথকে অবারিত করা সম্ভব। অন্তর্বর্তী সরকারের সময় নতুন বিদ্যুতকেন্দ্র প্রতিষ্ঠিত না হলেও কিংবা বড় বড় বিনিয়োগের কাজ শুরু না হলেও এবার রমজান মাসে অনেকটাই লোডশেডিংমুক্ত বিদ্যুৎ সরবরাহ এবং নিত্যপণ্যের মূল্যে স্থিতিশীলতার কারণে জনজীবনে কিছুটা হলেও স্বস্তির পরিবেশ দেখা যাচ্ছে। ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, দুর্নীতি ও বিশৃঙ্খলার বিরুদ্ধে কার্যকর কঠোর পদক্ষেপ নিশ্চিত করা। জাপানি ঋণ ও কারিগরি সহায়তায় মাতারবাড়িতে নির্মিত বিদ্যুতকেন্দ্রে মাটি মিশ্রিত কয়লা সরবরাহের সাথে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দুর্নীতির সব পথ বন্ধ করে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে বিদ্যুতখাতে জনদুর্ভোগ ও সরকারের হাজার হাজার কোটি টাকার লোকসান কমিয়ে আনা সম্ভব।

 


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

মুসলিম শাসকরা কি ইহুদিদের দাসে পরিণত হয়েছেন?
হাসিনার পতনের পর বিএনপির আট মাস
ট্রান্সশিপমেন্ট বাতিল : বৈরিতার বহিঃপ্রকাশ
প্রতিবন্ধীবান্ধব অবকাঠামোর অপ্রতুলতা
ক্ষুদ্র ও মাঝারি খাতের বিকাশে জোর দিতে হবে
আরও
X

আরও পড়ুন

ফুলপুরে নিচের মাটি সরে গিয়ে ঝুলে আছে সেতু, ঝুঁকি নিয়ে পারাপার

ফুলপুরে নিচের মাটি সরে গিয়ে ঝুলে আছে সেতু, ঝুঁকি নিয়ে পারাপার

যশোর-অভয়নগরে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু

যশোর-অভয়নগরে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন পারমাণবিক চুক্তির ভাবনায় ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন পারমাণবিক চুক্তির ভাবনায় ইরান

ফিলিস্তিন স্বীকৃতি ইস্যুতে ম্যাক্রোঁকে এড়িয়ে গেল যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন স্বীকৃতি ইস্যুতে ম্যাক্রোঁকে এড়িয়ে গেল যুক্তরাষ্ট্র

গোয়ালন্দে পদ্মা নদীতে বিষ দিয়ে অবাধে মাছ শিকার

গোয়ালন্দে পদ্মা নদীতে বিষ দিয়ে অবাধে মাছ শিকার

বিহারে ভারী বর্ষণ-বজ্রপাত, ২৫ জনের মৃত্যু

বিহারে ভারী বর্ষণ-বজ্রপাত, ২৫ জনের মৃত্যু

'মেধা'র বিপরীতে 'সুপারিশ' অভ্যুত্থানের শহীদের রক্তের সাথে প্রতারণার নামান্তর: সারজিস

'মেধা'র বিপরীতে 'সুপারিশ' অভ্যুত্থানের শহীদের রক্তের সাথে প্রতারণার নামান্তর: সারজিস

সামনের সপ্তাহে তিন দেশ সফরে যাচ্ছেন শি জিনপিং

সামনের সপ্তাহে তিন দেশ সফরে যাচ্ছেন শি জিনপিং

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের শেষ দেখতে চায় চীন

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের শেষ দেখতে চায় চীন

গাজায় যুদ্ধবিরতির পক্ষে সেনাদের বরখাস্তে নেতানিয়াহুর সমর্থন

গাজায় যুদ্ধবিরতির পক্ষে সেনাদের বরখাস্তে নেতানিয়াহুর সমর্থন

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ

উদ্ধার তৎপরতার মধ্যেই ফের ভূমিকম্প মিয়ানমারে

উদ্ধার তৎপরতার মধ্যেই ফের ভূমিকম্প মিয়ানমারে

তারাকান্দার ২১ গ্রামে বিশুদ্ধ পানির সংকট

তারাকান্দার ২১ গ্রামে বিশুদ্ধ পানির সংকট

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আখাউড়ায় সাংবাদিকদের মানববন্ধন

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আখাউড়ায় সাংবাদিকদের মানববন্ধন

মনোহরগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মনোহরগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

গফরগাঁওয়ে বিএনপির ৪জন নেতাকে কুপিয়ে গুরুতর আহত

গফরগাঁওয়ে বিএনপির ৪জন নেতাকে কুপিয়ে গুরুতর আহত

মুম্বাই হামলার সন্দেহভাজন তাহাউর রানাকে ভারতের কাছে হস্তান্তর করল যুক্তরাষ্ট্র

মুম্বাই হামলার সন্দেহভাজন তাহাউর রানাকে ভারতের কাছে হস্তান্তর করল যুক্তরাষ্ট্র

নরসিংদীতে কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার করেছে র‌্যাব

নরসিংদীতে কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার করেছে র‌্যাব

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৬৭ বাংলাদেশি অনিয়মিত অভিবাসী

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৬৭ বাংলাদেশি অনিয়মিত অভিবাসী

সিডি জোনের বিরুদ্ধে মালিকানা জালিয়াতির অভিযোগ তুললেন সোহাগ

সিডি জোনের বিরুদ্ধে মালিকানা জালিয়াতির অভিযোগ তুললেন সোহাগ