সুখের বেলা
১২ জুলাই ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১২ জুলাই ২০২৪, ১২:০২ এএম

বাহিরে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে। সেই কখন থেকে রান্নার কাজে ব্যস্ত পপি। বিরাম নেই একফোঁটাও। আজকে তানি আসবে। ভালো ভালো কয়েক পদের খাবারের পাশাপাশি থাকবে তানির প্রিয় টমেটো ভর্তা। এই খাবারের প্রতি তানির আগ্রহ বেশি। আজ তানি আসবে, একথা পরশুদিন সুমনকে জানাতেই সুমন বাজার সদাই করেছে। মাছ, মোরগ সহ নানান জাতের সবজি কিনলেও গরুর গোশত কেনার সামর্থ্য হয়নি সুমনের। পপিও স্বামীকে আর জোর করেনি। টমেটো ভর্তা তৈরী করতে করতে হঠাৎ ফোন বেজে উঠল। তানির ফোন ভেবে পপি দৌড়ে গিয়ে মোবাইল হাতে নিয়ে দেখে সুমনের কল। ওপাশ থেকে সুমন জানায় দুপুরে সে আজ বাসায় আসতে পারবে না। মালিক তাকে নিয়ে কুমিল্লা যাবে ব্যবসার কাজে। ফিরতে রাত হবে। শুনে পপির মনটাই খারাপ হয়ে গেল। মন খারাপ নিয়ে টমেটো ভর্তা প্রস্তুতে মনোযোগী হতে গিয়ে অতীতের অনেক স্মৃতি মনে পড়ল। বনেদি ঘরের মেয়ে সে। অথচ সুমনের মত দরিদ্র ঘরের ছেলেকে ভালোবেসে এক কাপড়ে চলে এল দুই বছর আগে। বাবা-মা জানিয়ে দিয়েছেন সুমন তাদের যোগ্য নয়। তাকে ত্যাগ করতে হবে। কিন্তু পপির পক্ষে সুমনকে ত্যাগ করা সম্ভব নয় বলে একদিন সুমনের ঘরে চলে আসতে বাধ্য হয়। এখানে এসে পপি দেখে সুমনদের মানবতার জীবন যাপনের নমুনা। বেশ দরিদ্র তারা। যদিও সুমনের বাবা-মা প্রথমেই মেনে নিয়েছেন পপিকে। কিন্তু পপির পরিবারের কেউ একবারের জন্যও তার খবর নেয়াটা জরুরি মনে করেনি। ফেসবুকে পপি ছোট বোন তানির সঙ্গে যোগাযোগ রাখত। তানি যে তাকে খুব একটা পছন্দ করে না, পপি এসব বুঝত তানির মেসেজের বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে। কিন্তু পরিবারের জন্য সব সময় তার বুকে জ্বলত বলে তানির একধরনের অবহেলাকে গায়ে না মেখে বরং যোগাযোগটা রাখত। প্রায় সে তানিকে এখানে আসার অনুরোধ করত আর তানির একধরনের অনীহা টের পেত।
অবশেষে অনেক আবদারের পর তানিকে রাজি করানো গেছে। শনিবার সে পপির শ্বশুরবাড়িতে আসবে বলে কথা দিয়েছে। তবে বাবা-মা সেটা জানবে না, জানলে তার এখানে আসা হবে না।
আজ সেই শনিবার। দুপুরে তানি এল। বৃষ্টিতে বেশ সমস্যা হয়েছে বটে। অনেকদিন পরে বোনকে দেখে অঘোরে কাঁদে পপি। এতে অবশ্য তানির মন গলল না। সে বরং বড় বড় চোখে পুরো ঘরের আনাচ কানাচ দেখছে। ঘরের পুরনো আসবাবপত্রের দিকে তাকিয়ে বলল, ‘তোদের সোফা নেই? ফ্রিজটাও এত পুরনো। সব রুমে সিলিংফ্যান নেই কেন? এ কোন জায়গায় এসেছিস আপা? তানির প্রশ্নে পপি চুপ হয়ে গেল। তানি হয়ত অপমানের ছলে প্রশ্নগুলো করেনি, কিন্তু পপির কাছে এসব প্রশ্ন শুনতে ভালো লাগছে না। দুপুরে মেঝেতে পাটি বিছিয়ে যখন তানিকে ভাত খেতে বসতে বলে পপি, তানি অবাক হয়ে বলল, মানে কি? আমি নিচে বসে খেতে পারিনা যে তুই তো জানিস। তোদের ডাইনিং টেবিলও নেই? এ কোন পরিবারে এসেছিসরে? পপি ফিসফিস করে বলল, আস্তে বল, সবাই শুনতে পাবে। তানি বিরক্ত চোখে বোনের দিকে তাকিয়ে থাকে। তারপর কোনোরকম কষ্ট করে মেঝেতে বসে ভাতের লোকমা মুখে দিতে দিতে বলল, ‘এখানে আর কোনোদিন ডাকিস না আমায়। এমন পরিবেশ জানলে আসতাম না।’ বিকেলে যখন বোনের হাতের চা খাচ্ছিল তানি, হঠাৎ পপির রুমের এক কোণের টিনের চালের ফুটো দিয়ে বৃষ্টির পানি পড়তে শুরু করে দেখে তানি বলল, ‘তুই আমাদের রাজমহল ছেড়ে এই কুঁড়েঘরে এসে এসব সমস্যার সঙ্গে যুদ্ধ করছিস? মাথায় তো এত গোবর দিন দিন কোথা থেকে আসছে?’ তানির তিরস্কারময় কথাগুলো শুনে চোখে পানি চলে এল পপির। কাঁপা গলায় বলল, ‘তবু আমি এখানে সুখে আছিরে। আমাদের বাবার হয়ত রাজপ্রাসাদ আছে, কিন্তু সুখ নেই। বাবা-মায়ের রোজদিনের ঝগড়াঝাঁটি। আমাদের জয় ভাইয়া মদ খেয়ে প্রতি রাতে মাতাল হয়ে বাড়ি ফিরে। ছোট ভাই অপূর্ব মার্ডার কেসের আসামি বলে প্রায়ই রাতে বাড়িতে পুলিশ এলে প্রতিবেশীদের কাছে আমরা আরো বেশি সমালোচিত হই। তোর মেজাজ খারাপ হলে শোকেস থেকে থালা বাসন বের করে একনাগাড়ে ভাঙতে থাকিস। কিন্তু এখানে এসব নোংরা কেলেঙ্কারি নেইরে। এখানে হয়তো অভাব আছে, কিন্তু দিনশেষে সুখ পাওয়া যায়। যেটা আমাদের বাবার রাজপ্রাসাদে পাওয়া যায় না।’
পপির কথা শুনে তানি তাচ্ছিল্যে বলে, ‘আর জ্ঞান দিতে হবে না। চালের ফুটো দিয়ে এখন সুখের ঘরে যে বৃষ্টির পানি পড়ে বঙ্গোপসাগর হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল আছে? আগে ওটা সামাল দে, তারপর এত বড় বড় লেকচার দিস।
তানির কথা শুনে পপির চোখ ভিজে গেল। ভেজা চোখ মুছে সে একটা বালতি এনে টিনের ফুটো ভেদ করে নামা বৃষ্টির পানি জমা রাখতে বালতিটা সেই জলধারার নিচে রাখতেই টের পেল বালতির তলানিতে ছিদ্র। সেটি দেখে তানি ঠোঁট বাঁকিয়ে বলল, কত বড় ঘরে পালিয়ে এসেছিস। দেখ, এদের বালতির তলাটাও ফুটা! তানির কথায় আন্দোলিত হয়ে উঠতে চেয়েও চুপসে গেল পপি। আজ তানি এখান থেকে চলে যাবার পর সে তানিকে সোজা ব্লক করে দেবে।
বিভাগ : সাহিত্য
মন্তব্য করুন
আরও পড়ুন

সিডি জোনের বিরুদ্ধে মালিকানা জালিয়াতির অভিযোগ তুললেন সোহাগ

আমিরাতের স্কুলে মোবাইল-আইপ্যাড সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা

শোভাযাত্রার নাম হচ্ছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’

মোরেলগঞ্জে ১০৩তম বারুনী মেলা ও স্নানোৎসবে লাখো ভক্তের মাঝে বিএনপি নেতা কাজী শিপন

আন্তর্জাতিক রেসিং ট্র্যাকে ইতিহাস গড়লেন বাংলাদেশের পূর্ণি আয়মান

ঢাকার বাতাসে পরিস্থিতি অবনতি, ছুটির দিনেও অস্বাস্থ্যকর

ইউনূস সরকারের প্রশংসায় ফ্যাসিস্ট নাজমুল! চোর লম্পট বলল বিপুকে

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন রিমা

বিশেষ ক্ষমতা আইনে কারাগারে অভিনেত্রী মেঘনা আলম

শুল্ক ছাড়ের আগে অভ্যন্তরীণ তথ্য কাজে লাগিয়েছেন ট্রাম্প, তদন্তের দাবি মার্কিন সিনেটরদের

ট্রাম্পকে যারা দিয়েছিলেন অনুদান, তাদেরই এখন বিলিয়ন বিলিয়ন ডলার বের করে নিচ্ছেন তিনি!

'মঙ্গল শোভাযাত্রা' নাম পাল্টে নতুন নাম 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'

মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ টি দোকান পুরে ছাঁই, নিঃস্ব ব্যবসায়ীরা

একদিনেই বিশ্বের শীর্ষ ১০ অতিধনীর সম্পদ বেড়েছে ১৩১ বিলিয়ন ডলার

সর্বজনবিদিত মানবাধিকার ও গণতান্ত্রিক সংস্কৃতি

“আমাদের ভবিষ্যৎ বিক্রি করো না”- উপকূলে জলবায়ু অবরোধ কর্মসূচি

থানায় সুপারিশ নিয়ে বিপাকে বিএনপি নেতা, ব্যাখ্যা চাইল জেলা কমিটি

মতলব মুন্সীর হাট বাজারে আগুনে পুড়েছে ১৭ ব্যবসা প্রতিষ্ঠান

আর্টেমিস অ্যাকর্ডে যুক্ত হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

দেশের চার অঞ্চলে দুপুরের মধ্যেই ঝড়ের শঙ্কা, নদীবন্দরগুলোকে সতর্ক বার্তা