চট্টগ্রামের শহর কুতুব শাহ্ আমানত (র.)
(পূর্বে প্রকাশিতের পর)সৈয়দ সূফি দায়েম (র.)’র মাধ্যমে আমানাতিয়া সিলসিলার বেশ প্রচার ঘটে। এ দরাবারের মাধ্যমে বহু মানুষ ফয়েজান হয়েছেন। সূফি মাওলানা কেয়ামুদ্দীন (র.) ছিলেন আরবের অধিবাসী; ধর্মপ্রচার করতে ভারতের বিহারে আসেন। পরবর্তীতে শাহ্ আমানত (র.)’র সঙ্গে বঙ্গদেশে চলে আসেন (মাজার- মস্তাননগর, মিরসরাই)। তিনি সেমা তথা কাওয়ালী পছন্দ করতেন। তাঁর উল্লেখ্য খলিফা হলেন- মধ্যযুগীয় কবি-সাহিত্যিক ও পীরে কামেল হজরত শাহ্ সূফি...