বিশ্বাসের বচন
বিশ্বাস এমন একটি বিষয়, যা ছাড়া কোন মানুষ চলতে পারে না। যারা নাস্তিক বলে পরিচয় দিয়ে গর্ববোধ করে তারাও কোন না কোন কিছুতে বিশ্বাস করেই চলতে হয়। নিত্য দিন চলার ক্ষেত্রে অনেক কিছুকেই তারা বিশ্বাস করে। বিশ্বাস এবং জীবন এক সাথে গাঁথা। ব্যক্তি জীবন পারিবারিক জীবন, সামাজিক জীবন প্রত্যেক ক্ষেত্রেই তাকে অনেক কিছু বিশ্বাসের উপর ভর করে চলতে হয়। এই...