সংযমের শিক্ষা বাঁচাতে পারে গীবতের শাস্তি থেকে
সমাজের সব জায়গায় বিশৃঙ্খলা তৈরীর জন্য যে বিষয়টি খুব বেশি চোখে পড়ে তা হলো পরচর্চা বা গীবত। দু’জন বা তার বেশি মানুষ একত্রিত হলেই তাদের মধ্যে কথা হয় তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে। যদিও এই পরচর্চা বা গীবতের জন্য নারীদেরই বেশি দেখা যায় তবে পুরুষও এ থেকে পিছিয়ে নেই। নারীরা যেমন সাংসারিক কাছের অবসরে একটু সময় পেলেই গল্পগুজবের ছলে মেতে ওঠে...