সহিহ হাদিসের আলোকে শবে বরাত, আমল ও করণীয়
হাল-যামানায় এক শ্রেণির লোক নিজেদের অতিগবেষণার মাধ্যমে ইসলামের দেড় হাজার বছর ধরে সূত্র পরষ্পপরায় চলে আসা সুপ্রমাণিত অনেক বিষয়কে সর্বসাধারণের মাঝে প্রশ্নবিদ্ধ করে তুলছেন। সেগুলো থেকে একটি হলো শবে বরাত। তারা বলছেন, শবে বরাতের হাদীসগুলো সহীহ নয়। তাই এ রাতে ইবাদত করা বিদআত। অথচ শবে বরাত এবং এই রাতে ইবাদত-বন্দেগী করা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হযরত মুয়ায বিন জাবাল রা....