আল- কুরআন : তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)
আমরা বিভিন্ন ইসলামী নিদর্শনাবলীর আলোচনা ও পর্যালোচনা এই নিরিখে করেছি যে, সেগুলো আম্বিয়ায়ে কেরামের ইয়াদগার বা স্মৃতিচিহ্ন এবং এগুলো উম্মতে মুসলিমার জন্য এবাদত হিসেবে লাজেম ও অপরিহার্য করা হয়েছে। যখন অন্যান্য আম্বিয়ায়ে কেরামের ঘটনাবলীর স্মরণ বা ইয়াদ উদযাপন করতে গিয়ে আমরা বিভিন্ন কর্মকাণ্ড এবাদত হিসেবে পালন করে থাকি, তখন পিয়ারা নবী তাজদারে মদীনা হুজুর নবী আকরাম (সা:)-এর ‘আগমনকে’ উদযাপন কেন...