আল- কুরআন : তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)
(পূর্বে প্রকাশিতে পর)আল্লাহ তাবারাকা ওয়াতায়ালা স্বীয় মুকাররাব বান্দাহদের প্রার্থনা এবং মুনাজাতসমূহের শব্দাবলী, যদ্বারা তাঁরা আল্লাহতায়ালার নিকট মোনাজাত করতেন, তাদের এবাদতের স্থানসমূহ এবং তাদের প্রার্থনার খাস সময়সমূহ, মুনাজাতের ধরন, মুনাজাতের স্থান এবং অশ্রুবর্ষণের কথাও উল্লেখ করেছেন। তদুপরী তাদের ওপর স্বীয় গায়েবী অনুগ্রহসমূহের পাশাপাশি বিভিন্ন ধরনের পরীক্ষা রিয়াজাত, মুজাহাদাত, তাদের দৃঢ়চিত্ততা ও উলুল আজমীরও বর্ণনা করেছেন। মোটকথা, তাদের বিষয়াবলীর বিবরণের কোন অংশই...