আল-কুরআন তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)
(পূর্বে প্রকাশিতের পর)৬। জশনে মীলাদ (সা:) সর্বশ্রেষ্ঠ নেয়ামতের শোকর আদায় মাত্র।বিশ্ব জগতের ¯্রষ্টা মানব জাতির উপর সীমা সংখ্যা হীন অনুগ্রহ ও উপহার প্রদান করেছেন। তিনি আমাদেরকে বেগুমার নেয়ামত দান করেছেন। খানাপিনা এবং অন্যান্য সুখ ও শান্তির উপরকণাদি এবং রূপ ও সৌন্দর্য দ্বারা আমাদেরকে সমৃদ্ধশালী করেছেন। আমাদের জন্য দিন-রাতের শৃঙ্খলা বিধান করেছেন। সমুদ্র, পাহাড় ও মহাশূন্যকে আমাদের অধীনস্থ করেছেন। কিন্তু তিনি...