ডোমারে নতুন নতুন জাতের বীজআলু উৎপাদনে রেকর্ড
বাংলাদেশের একমাত্র সর্ববৃহৎ নীলফামারীর ডোমার বিএ ডিসি ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে যান্ত্রিকরণের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে গুনগতমানের নতুন-নতুন জাতের বীজ আলু উৎপাদনে রেকর্ড করেন। ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারটি জাতীয় গুরুত্বপূর্ণ একটি খামার। বর্তমানে খামারের আওতায় চলমান বীজ উৎপাদন কার্যক্রমে পটেটো প্লান্টার দ্বারা বীজআলু রোপণ করে পটেটো ডিগার/হার্ভেস্টার দ্বারা বীজ আলু সংগ্রহ শেষে পটেটো গ্রেডার মেশিন দ্বারা বীজ আলু যথাক্রমে...