মোদী সরকারের বৈষম্যে ফুঁসছে কর্ণাটক-কেরালা
উত্তর ভারত বনাম দক্ষিণ ভারত। এটা একেবারে চিরাচরিত একটা বিতর্ক। তবে এবার এসেছে দক্ষিণ কর ইস্যু। কর্ণাটক, তামিলনাড়ু ও কেরালা এবার কার্যত হাত ধরাধরি করে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্রীয় সরকার কর সংক্রান্ত ব্যাপারে বঞ্চনার মূল্যায়ন করছে বলে অভিযোগ তোলা হয়েছে।
দক্ষিণের নেতাদের দাবি, উত্তরপ্রদেশে কেন্দ্রকে যে এক রুপি করে কর দেয় তার বিনিময়ে ২.৭৩ টাকা করে পায়। বিহার এক্ষেত্রে ৭.০৬...