দৈনন্দিন জীবনে ইসলাম
প্রশ্ন : কি কি কারণে জামাআত ত্যাগ করা যায়?উত্তর : অসুস্থতা। বৃষ্টি এবং রাস্তায় কাদা জমা। প্রচুর শীত। তীব্র অন্ধকার। রাতে ঝড় আসলে। চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের আশংকা। অসুস্থ ব্যক্তির সেবায় নিয়োজিত থাকলে। ক্ষুধার সময় খানা হাজির হলে। ফিক্হের মাসআলাহ নিয়ে আলোচনারত থাকলে। বার্ধক্যজনিত দুর্বলতা ও অসুস্থতা। ঘুম, অজ্ঞানতা ও ভুলে যাওয়া। মসজিদে যাওয়ার পথে শত্রুর সম্মুখীন হওয়ার আশংকা। পেশাব-পায়খানার বেগ...