হালাল উপার্জন ও হালাল আহার
(গতদিনের পর) ইসলাম মানবতার ধর্ম। দুস্থ মানবতার সেবায় দান করার রীতি ইসলামে চালু আছে। তবে ভিক্ষাবৃত্তিকে পেশা হিসাবে গ্রহণ করতে ইসলাম অনুমোদন দেয়নি। বরং একে বরাবার নিরুৎসাহিত করেছে যা নিষেধের পর্যায় পৌছে গেছে।
হালাল আহারের প্রয়োজনীয়তা : ইসলাম হালাল আহারের প্রতি অধিক গুরুত্ব প্রদান করেছে। একজন মুসলমানের অর্জিত সম্পদ যেন হালাল হয়, হারাম যেন না হয়, আমরা কুরআন মাজীদ ও হাদীস...