যানবাহনের গতি ও স্থিতি আল্লাহর কুদরতের অধীন
সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানী কিতাব মহাগ্রন্থ পবিত্র কুরআন মাজীদে আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন : আর তিনি বললেন, তোমরা এতে আরোহণ কর। আল্লাহর নামেই এর গতি ও স্থিতি। আমার পালনকর্তা অতি ক্ষমাপরায়ণ, মেহেরবান। (সূরা হুদ : ৪১)। কুরআন মাজীদে ইরশাদ হয়েছে : এবং যিনি সবকিছুর যুগল সৃষ্টি করেছেন এবং নৌকা ও চতুষ্পদ জন্তুকে তোমাদের জন্যে যানবাহনে পরিণত করেছেন, যাতে তোমরা...