ইহসানের পরিচয় ও গুরুত্ব
ইহসানের পরিচয় : ‘ইহসান’ আরবি শব্দ। এর শাব্দিক অর্থ- সুন্দর, দয়া, শিষ্টাচার, সর্বোত্তম কথা ও কাজ, সদাচরণ করা ইত্যাদি। শরিয়তের দৃষ্টিতে ইহসান বিষয়টি ব্যাপক একটি বিষয়। ¯্রষ্টা ও সৃষ্টির সাথে যত ধরনের প্রকাশ্য ও অপ্রকাশ্য লেন-দেন রয়েছে, সকল বিষয়ে শিষ্টাচারপূর্ণ সুন্দর আচরণের নাম হলো ইহসান। প্রশিদ্ধ হাদীস ‘হাদীসে জিবরাঈলে’ হযরত জিবরাঈল আ. রাসূল (সা.) কে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল!...