বন্যা শেষে ঘুরে দাঁড়ানোর চেষ্টা
দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারে বন্যা শেষে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন দুর্গতরা। স্মরণকালের ইতিহাসে নজিরবিহীন ভারী বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢল ও বন্যায় এ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি, সহায়-সম্বল পানিতে ভেসে গেছে। পানিতে তলিয়ে গেছে ব্যবসা-বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাটবাজার, বিনষ্ট হয়েছে মালামাল। ক্ষেত-খামারের ফসল, পুকুরের মাছ ভেসে গেছে। ফসলি জমিতে জমেছে বালু মাটির স্তর। বন্যার পানি কমে যেতেই ঘরে ফিরেন দুর্গতরা।...