ফাঁকা ঢাকায় বাধাহীন পথচলা
ঈদের পর দুই কার্যদিবস পার হলেও এখনো যানজটের নগরীর সড়কগুলো স্বরূপে ফেরেনি। যে সড়কগুলোতে সবসময় গাড়িতে ঠাসা থাকতো, ঈদের ছুটির পর থেকে সেগুলোতে নেই চিরাচরিত সেই চিত্র। এখনো অনেকটা ফাঁকা ঢাকার সড়কগুলো। আর এমন সড়ক পেয়ে বাধাহীনভাবে ছুটছে গাড়ি। যানজটের শহরে কোনো সিগন্যালেই তেমন থামতে হচ্ছে না গাড়িগুলোকে। কখনো থামলেও সেই স্থায়িত্ব বেশিক্ষণের জন্য নয়।
গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিল, পল্টন, ফার্মগেট,...