নিখোঁজদের খুঁজছেন আপনজনরা
মায়ের অনুরোধে বিয়ে করতে সপ্তাহখানেক কাতার থেকে দেশে ফিরেন যুবক সুমন। এরই মধ্যে দেখাশোনা শেষে এক পাত্রীকে বিয়ে করার সম্মতিও দিয়েছিলেন তিনি। কয়েকদিনের মধ্যেই পছন্দের ওই পাত্রীর সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে কর্মস্থলে ফেরার প্রস্তুতি নি”্ছেিলন। গত মঙ্গলবার শবেবরাতের দিনে সুমনের মা রোজা ছিলেন। ঘটনার কিছু সময় আগে মায়ের জন্য ইফতারসামগ্রী আনতে বাসা থেকে বের হন সুমন। কিন্তু আর বাসায় ফেরেননি।...