নাগরিক সেবা নিশ্চিতে সচিবালয়ের নতুন নির্দেশমালা হচ্ছে
বাংলাদেশ সচিবালয় নির্দেশমালা-২০১৪ এর কিছু ধারা সংশোধন এনে নতুন নির্দেশমালা-২০২৩ করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এসব নতুন ধারায় যুক্তকরা হচ্ছে, শাখা পরিদর্শনের বিষয়ে সচিবালয় নির্দেশমালায় বলা থাকলেও তার কোনো প্রমিত নমুনা নেই। নতুন করে সচিবালয় নির্দেশমালায় এই নমুনা সংযোজন করা হচ্ছে। সচিবালয়ে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে একটি করে মনিটরিং ও মূল্যায়ন অনুবিভাগ থাকবে। এই অনুবিভাগের কাজ হলো মন্ত্রণালয় ও বিভাগ বিধিবিধান...