উপমহাদেশে যেভাবে সাম্প্রদায়িকতার জন্ম
পাকিস্তান ও নেপাল সাংবিধানিকভাবে ধর্মভিত্তিক রাষ্ট্র। অপরদিকে বাংলাদেশ ও ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। যদিও বাস্তবতায় ভারতের চিত্র ভিন্ন রূপ। বাংলাদেশের মানুষ ধর্মভীরু কিন্তু অসাম্প্রদায়িক এবং এ দেশের পরিবেশ, কৃষ্টি, সংস্কৃতি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে।
১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর ১৯৬৪-৬৫ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে একবারই সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, যা বাঙালি মুসলিম দ্বারা সংঘটিত হয়নি। এতে মুখ্য ভূমিকা পালন করে আদমজী, বাওয়ানী, করিম প্রভৃতি...