ইতিহাসের চমকপ্রদ কয়েকটি ‘গল্প’
ইতিহাস মানেই রাজা-রাণী, সম্রাট-সম্রাজ্ঞী, সুলতান-সুলতানা, নবাব-বেগম, উজির-সেনাপতির বীরত্ব অথবা কাপুরুষতার কাহিনী। দেশ-রাজ্য-ভূমি নিয়ে যুদ্ধ-সংঘাত। আর তাতে জয়-পরাজয়ের কাহিনী। অথবা সুশাসন-দুঃশাসনের কথকতা। হেরেম-চিত্রও বাদ যায় না। এসব চিত্র-বিচিত্র চালচিত্রের আড়ালে-অন্তরালে থাকে অজ¯্র বলা-না বলা কতো ঘটনার সমাহার। কখনো গবেষণার প্রক্রিয়া মেনে তুলে আনা হয় প্রকৃত ইতিহাসচিত্র। আবার কখনো কিংবদন্তী-জনশ্রুতি আকারে প্রচারিত থাকে মুখে মুখে। তবে সবমিলিয়ে অবশেষে সবই ইতিহাসের অংশ হয়ে...