নববর্ষ ও বাংলা সন
আজ পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ। বাংলা নববর্ষকে আমরা আমাদের হৃদয়ের সকল উষ্ণতা দিয়ে স্বাগত জানাই। আমাদের পরম সৌভাগ্য যে, বাংলাদেশের নববর্ষ পালনের ঐতিহ্য আছে। অনেক জাতির ‘নববর্ষ’ বলে সুনির্দিষ্ট কোনো দিন নেই। তারা নববর্ষ পালনের সুযোগ থেকে বঞ্চিত। বাংলাদেশের বাঙালির নববর্ষ আছে, আছে একটি নিজস্ব সন, বাংলাসন। বাংলাসন মানে বাংলাপঞ্জিকা।
বাংলাসনের উদ্ভব ও প্রতিষ্ঠার সঙ্গে মুঘল স¤্রাট আকবরের নাম জড়িত। ঐতিহাসিকদের...