জোসেলু ম্যাজিকে ফাইনালে রিয়াল
১০ মে ২০২৪, ১২:১৫ এএম | আপডেট: ১০ মে ২০২৪, ১২:১৫ এএম
মাত্র তিন মিনিটের ঝড়ে সব কিছু ওলট পালট করে দিয়ে নায়ক বনে গেলেন লুইস জোসেলু। পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদকে ফাইনালে টেনে তুললেন এই স্প্যানিশ তারকা। বুধবার রাতে সান্তিয়াগো বার্নব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগের ম্যাচে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে আঠারো বারের মত ফাইনালে জায়গা করে নিলো রিয়াল মাদ্রিদ। প্রথম লেগের ম্যাচে রিয়ালকে লড়াইয়ে রেখেছিলো ভিনিসিয়াস জুনিয়র। এবার দ্বিতীয় লেগে দলের ফাইনাল নিশ্চিত করে দিলো লুইস জোসেলু। ঘরের মাঠে শুরু থেকেই বায়ার্নের ওপর ঝাপিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। বাঁ প্রান্ত দিয়ে বার বার ঢুকে পড়ছিলো ভিনিসিয়াস। খেলার ১৩ মিনিটেই এগিয়ে যেতে পারতো রিয়াল। ভিনিসিয়াসের জোড়ালো শট পোস্টে লেগে ফেরে। ফিরতি বলে রদ্রিগো শট নিলেও তা আটকে দেন বায়ার্ন গোলকিপার নয়্যার। ২৮ মিনিটে সুযোগ নস্ট করে বায়ার্ন মিউনিখ। বায়ার্নের ইংলিশ তারকা হ্যারি কেইনের চমৎকার ভলি ঝাপিয়ে পড়ে রক্ষা করেন আন্দ্রে লুনিন। এরপর প্রথমার্ধে বেশ কটি সুযোগ পেয়েও তা গোলে পরিণত করতে পারেনি রিয়াল মাদ্রিদ। বিরতি থেকে ফিরে গোলের প্রথম সুযোগ পায় বায়ার্ন। আলফানসো ডেভিসের শট বারের ওপর দিয়ে যায়। এর দুই মিনিট পর রিয়ালের রদ্রিগোর শট বারের সামান্য পাশ দিয়ে চলে যায়। বায়ার্নের গোলমুখে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৬৮ মিনিটে রিয়ালকে হতবাক করে দিয়ে গোল আদায় করে নেয় বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের বাড়ানো বল নিজের দখলে নিয়ে বক্সে ঢুকে জোড়ালো শটে জাল কাঁপান আলফনসো ডেভিস (১-০)। খেলার ধারার বিপরিতে গোল হজম করায় স্তব্ধ হয়ে পড়েন রিয়াল সমর্থকরা। এক গোলে পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় রিয়াল। ৭২ মিনিটে গোলও পেয়ে যায় তারা। কিন্তু ফাউলের কারণে নাচোর গোলটি বাতিল করে দেন রেফারি। ৮১ মিনিটে জোসেলুকে মাঠে নামান কোচ কার্লো আনচেলত্তি। বদলি হিসেবে নেমেই নায়ক বনে যান এই স্প্যানিশ মিডফিল্ডার। ৮৮ মিনিটে ভিনিসিয়াসের জোড়ালো শট বায়ার্ন গোলরক্ষক নয়্যারের হাত ফসকে বেরিয়ে যায়। কাছে দাড়ানো জোসেলু আলতো টোকায় বল জালে জড়ালে উল্লাসে ফেটে পড়ে রিয়াল সমর্থকরা (১-১)। এই গোলে প্রাণ ফিরে পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের যোগকরা সময়ের প্রথম মিনিটে গোলমুখের সামনে অ্যান্টনিও রুডিগারের কাছ থেকে বল পেয়ে তা জালে জড়িয়ে দেন জোসেলু। আবারো উৎসবে মেতে ওঠে সান্তিয়াগো বার্নাব্যুর দর্শকরা। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের উচ্ছ্বাস বিলীন হয়ে যায় অফসাইডের বাঁশিতে। খেলোয়াড়দের বিরোধিতার মুখে ভিএআর দেখার সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি সাইমন মার্সিনিয়াক। রিপ্লেতে অনসাইডেই দেখা যায় জোসেলুকে। ফলে রেফারি আগের সিদ্ধান্ত বাতিল করে গোলের বাঁশি বাঁজান (২-১)। বিষাদের ছায়া নেমে আসে বায়ার্ন শিবিরে। ম্যাচের বাকি সময়ে গোল করে আর খেলায় ফিরতে পারেনি টমাস টুখেলের দল। শেষ পর্যন্ত বদলি হিসেবে নামা জোসেলুই হয়ে গেলেন রিয়াল হিরো। সেমিফাইনালে বদলি নেমে জোড়া গোল করা তৃতীয় খেলোয়াড় জোসেলু। এর আগে লিভারপুলের জর্জিনিও উইনালডাম ২০১৯ সালে বার্সার বিপক্ষে এবং ২০২২ সালে ম্যানসিটির বিপক্ষে রিয়ালের রদ্রিগো এই কীর্তি গড়েন। চ্যাম্পিয়ন্স লিগের এই মৌসুমে ৫ গোল করলেন জোসেলু। ২টি করে গোল করেছেন জার্মান দলের বিপক্ষে, বায়ার্নের আগে এফসি ইউনিয়ন বার্লিনের জালে দুইবার বল জড়ান তিনি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বায়ার্ন সমতা ফেরানো গোল করেছিল। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় গোলটি। রেফারি ভিএআর দেখার প্রয়োজন মনে করেননি। তার এই সিদ্ধান্ত বায়ার্ন খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে ক্ষোভ তৈরি করেছিল। অবশ্য তাতে কান দেননি মার্সিনিয়াক। শেষ পর্যন্ত পিছিয়ে পড়েও দাপুটে জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ১৫তম শিরোপা জয়ের মিশনে এখন এক ম্যাচ দুরে রিয়াল মাদ্রিদ। আগামী ১ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন
যুব এশিয়া কাপজয়ীরা পাচ্ছেন আর্থিক পুরস্কার
আদমদিঘীতে বিএনপি কার্যালয় উদ্বোধন
রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে বিএনপির বহিস্কৃত ও আ. লীগ কর্মীদের নিয়ে বিএনপির ২ জেলা কার্যালয়
কালীগঞ্জে ভাইরাল চিতাবাঘ হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার বন বিভাগ ও প্রশাসনে তোলপাড়
আশুলিয়ায় স্ট্যান্ডে চাঁদার দাবীতে হামলার অভিযোগ; আহত-১৩
সউদী আরবে সন্ত্রাসী কার্যকলাপের জন্য দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর
শুটিংয়ে গিয়ে আপত্তিকর আচরণ করায় নির্মাতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
সালাম মুর্শেদীর ৪ মামলার জামিন নামঞ্জুর
সম্প্রীতির জন্য রাখাইন রাজ্যে টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসন অপরিহার্য: পররাষ্ট্র উপদেষ্টা
গবিসাসের নতুন সভাপতি সানজিদা, সম্পাদক ইভা
গাজীপুরের শ্রীপুরে কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
খুবির উৎকর্ষ সাধনে পাশে থাকবে ইরান
বঙ্গবন্ধু রেলসেতুর নাম বদলে হলো ‘যমুনা রেলসেতু’
মানিকগঞ্জ-২ আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি হরিরামপুর-শিবালয়বাসীর
গোয়ালন্দে সুইট হাট জাতের মিষ্টি কুমড়া চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের
হঠাৎ কেন দোয়া চাইলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া!
শিক্ষক নিয়োগে অনিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে ফেলছে : শিক্ষা উপদেষ্টা
এবার ৯৭ বলে অপরাজিত ২০১ রিজভির