মেসির ফেরার ম্যাচে নায়ক এমবাপে
ম্যাচটা হওয়ার কথা ছিল লিওনেল মেসিময়। আর্জেন্টাইন মহাতারকা ক্লাবের অনুমতি না নিয়ে সাউদী আরব সফরে যাওয়ায় প্রাথমিকভাবে তাকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দেয় পিএসজি। পরে ক্ষমা চাওয়ায় ৭ বারের ব্যালন ডি-অর জয়ীকে পিএসজি প্রথমে অনুশীলন ও পরশু রাতে ক্লাবের জার্সিতে মাঠে নামার অনুমতি দেয়। তবে অপ্রত্যাশিতভাবে এদিন মেসিকে দুয়ো শুনতে হলো ক্লাব সমর্থকদের কাছ থেকে। এই অনাকাক্সিক্ষত ঘঠনাই হয়ত মেসির মাঠের...