আর্সেনালের সঙ্গে লম্বা চুক্তিতে সাকা
ইংলিশ প্রিমিয়ার লীগে চলতি মৌসুম বেশ ভালোই কেটেছে বুকায়ো শাকার। আর্সেনালের এই মৌসুমে শীর্ষ দুইয়ে থাকার পেছনে উল্লেখযোগ্য অবদান ছিল এই ইংলিশ ফরোয়ার্ডের।ইতিমধ্যেই প্রিমিয়ার লীগে ১৪বার পেয়েছেন জালের দেখা,সহায়তা করেছেন ১১ টিতে।
একুশ বছর বয়সী এই ইংলিশ ফুটবল তারকা গানার্সদের হয়ে খেলাটা যে খুব উপভোগ করছেন তা বোঝা গেল ক্লাবটির সঙ্গে তার নবায়ন করা নতুন চুক্তির মেয়াদ দেখে।লন্ডনের ক্লাবটির সঙ্গে ‘দীর্ঘমেয়াদী’...