ম্যারাডোনার স্মৃতি ফিরিয়ে নাপোলির শিরোপা
‘ম্যাচটা ড্র হলো, তবে এটুকুই যথেষ্ঠ। আজ সারা পৃথিবী ঘুরতে পারে তবে নাপোলির আকাশ নিশ্চিতভাবে মাটির কাছে নেমে এসেছে। এই শহরে আগামীকাল বলে কিছুই নেই এখন। নেপলসে এখন কেবলই উৎসব। নাপোলি ও লুসিয়ানো স্পেলেত্তি অবশেষে ব্যাপারটা সাধন করলেন। ৩৩ বছরের অপেক্ষার অবশেষে অবসান। আবারও সিরি ‘আ’র চ্যাম্পিয়ন নাপোলি। বহুবার কাছাকাছি গিয়েও তাদের ফিরতে হয়েছিল খালি হাতে, যাতে লিখা আছে বহু...