'বিনা অনুমতিতে' সউদী গিয়ে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ মেসি!
লিওনেল মেসির উপর দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে পিএসজি।ক্লাবের অনুমতি না নিয়েই নিয়ম বহির্ভূত ভাবে সউদী আরব সফরের উপর এই নিষেধাজ্ঞা দিয়েছে তার বর্তমান ফুটবল ক্লাব।
ক্লাবের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয় মেসির সাম্প্রতিক সউদী আরব ভ্রমণের পূর্বে ক্লাব থেকে কোন অনুমতি নেন নি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হল, যেটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এই সময়...