ল্যাম্পার্ড জাদুই শেষ ভরসা চেলসির
সেই ২০১১-১২ মৌসুমের কথা। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড তখন পেশাদার ফুটবলার। সেই মৌসুমটা বড্ড বাজে যাচ্ছিল চেলসির। ঘোরায়া লিগের সব প্রতিযোগিতায় শিরোপা দৌড়ে ছিল অনেক পিছিয়ে। তবে সবাইকে অবাক করে দিয়ে ল্যাম্পার্ড-দ্রগবারা ইউরোপের মঞ্চে ঠিকই তাক লাগিয়ে দিয়েছিল। শেষ চার ও শিরোপা নির্ধারণী ম্যাচে সেই সময়ের অপ্রতিদ্বন্দী দুই দল বার্সালোনা ও বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সিলভার ক্রাউন জেতার স্বাদ পায় প্রথমবারের...